পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শেষ লগ্নে প্রচারে ব্যস্ত সোনারপুর দক্ষিণের প্রার্থীরা - TMC

শেষ মুহূর্তের প্রচার সারতে ব্যস্ত সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা ৷ কেউ হেঁটে কেউ আবার টোটোয় চড়ে বেরিয়ে পড়লেন প্রচারে ৷ শেষ মুহূর্তটুকু কাজে লাগিয়ে করে নিলেন জনসংযোগ ৷

প্রচারে ব্যস্ত সোনারপুর দক্ষিণের প্রার্থীরা
প্রচারে ব্যস্ত সোনারপুর দক্ষিণের প্রার্থীরা

By

Published : Apr 8, 2021, 4:35 PM IST

সোনারপুর, 8এপ্রিল: একুশের নির্বাচনে চতুর্থ দফার ভোট 10 এপ্রিল ৷ আর তার আগেই শেষ মুহূর্তের প্রচার সারতে ব্যস্ত প্রার্থীরা ৷ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অঞ্জনা বসু এবং তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র সকাল থেকেই বেরিয়ে পড়েছেন প্রচারে ৷ পিছিয়ে নেই সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী শুভম বন্দ্যোপাধ্যায়ও ৷ সকাল থেকেই বাম মনোভাবাপন্ন শ্রীলেখা ও বাদশা মৈত্রকে এনে সোনারপুরের ঘাসিয়াড়া মোড় থেকে নির্বাচনী প্রচার করলেন তিনি ৷

তারকা প্রার্থীদের দিয়ে প্রচার করালেও শুভমের বক্তব্য, তাঁরা কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন । সবার জন্য খাবারের ব্যবস্থা করতে চান । প্রচারের শেষ দিনে শুভমের দাবি, তাঁরাই জিতবেন ।

শেষ দিনের প্রচার সারলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু । বৃহস্পতিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চ্যাপলিন পার্ক এলাকায় তিনি এদিন নির্বাচনী প্রচার করলেন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে । শেষদিনের প্রচারে তাঁর ব্যস্ততা তুঙ্গে । পাশাপাশি অঞ্জনার মনটাও খারাপ ৷ কারণ, আগামীকাল থেকে মানুষের সঙ্গে আর এইভাবে যোগাযোগ হবে না । তবে তাঁর একটাই প্রার্থনা, ভোট যেন হিংসা ছাড়া হয় । সোনারপুরের মানুষের সঙ্গে তাঁর এই যোগাযোগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান অঞ্জনা ।

প্রচারে ব্যস্ত সোনারপুর দক্ষিণের প্রার্থীরা

আরও পড়ুন:পানীয় জলে কীটনাশক মেশানোর অভিযোগ শাসকের বিরুদ্ধে, অবরোধ রায়দিঘিতে

এইকেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী লাভলী মৈত্রও নিজের জয়ের ব্যাপারে পুরোপুরি আশবাদী । এদিন সকাল বেলা সোনারপুর স্টেশন এলাকা থেকে শিক্ষকদের নিয়ে একটি মিছিল করেন তিনি । আজ সারাদিন ধরেই সোনারপুর জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর । জয়ের ব্যাপারে আশাবাদী সকলেই ৷ বাংলার মানুষ কাকে বেছে নেবেন উত্তর মিলবে 2 মে ৷

ABOUT THE AUTHOR

...view details