সাতগাছিয়া , 6 এপ্রিল : আজ রাজ্যে তৃতীয় দফার নির্বাচন । দক্ষিণ 24 পরগণা , হাওড়া ও হুগলি জেলার মোট 31টি কেন্দ্রে ভোটগ্রহণ । তার মধ্যে দক্ষিণ 24 পরগণার 16টি বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে ৷ এর মধ্যে একটি হল সাতগাছিয়া কেন্দ্র ।
সাতগাছিয়ার 102 নং বুথকে মডেল ঘোষণা নির্বাচন কমিশনের - চড়া শ্যামদাস বিদ্যানগর বালিকা বিদ্যালয়
সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত চড়া শ্যামদাস বিদ্যানগর বালিকা বিদ্যালয়ের 102 নম্বর বুথকে মডেল হিসাবে তুলে ধরছে নির্বাচন কমিশন । সূত্রের খবর, বিদ্যানগর বালিকা বিদ্যালয়ের এই বুথে রাজ্যের ভোট প্রক্রিয়া কি ভাবে হয়, সেটি 126টি দেশের মানুষ দেখতে পারবেন ।
সাতগাছিয়ার 102 নং বুথকে মডেল ঘোষণা নির্বাচন কমিশনের
সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত চড়া শ্যামদাস বিদ্যানগর বালিকা বিদ্যালয়ের 102 নম্বর বুথকে মডেল হিসাবে তুলে ধরছে নির্বাচন কমিশন । সূত্রের খবর, বিদ্যানগর বালিকা বিদ্যালয়ের এই বুথে রাজ্যের ভোট প্রক্রিয়া কি ভাবে হয়, সেটি 126টি দেশের মানুষ দেখতে পারবেন ।
এই সংশ্লিষ্ট বিদ্যালয়টিকে মডেল হিসেবে তুলে ধরায় বাড়তি নজরদারি করছে রাজ্য নির্বাচন কমিশন ।
আরও পড়ুন :5 হাজার 507টি বুথে ওয়েবকাস্টিং, রাজ্যের ভোট দেখবে বিশ্ব
Last Updated : Apr 6, 2021, 9:53 AM IST