ভাঙড়, 9 এপ্রিল : আর মাত্র কয়েকঘণ্টা ৷ তারপরই রাজ্যজুড়ে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন ৷ আগামীকাল নির্বাচন ভাঙড়েও । সেই নির্বাচনের কয়েক ঘণ্টা আগে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হল ভাঙড়ে ৷
ভাঙড়ের কাশিপুর থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে । কাশিপুরের পশ্চিম ভোগালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে ড্রাম ভর্তি বোমাগুলি উদ্ধার হয় । গর্ত করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল এই তাজা বোমা গুলি । গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ হানা দিয়ে ওই বোমা উদ্ধার করে ।