ভাঙড়, 29 এপ্রিল : ভোট গণনার কয়েক দিন আগে ভাঙড়ে দফায় দফায় বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চিন্তায় প্রশাসন। ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করল পুলিশ ৷ পাশাপাশি বোমা তৈরির মশলাও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের শানপুকুর অঞ্চলের কাঁটজালা গ্রামের খালপাড়ের একটি ঘর থেকে বোমা সহ বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভাঙড়ের ভগবানপুর থেকে ২২টি বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া ভোগালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে ৯টি বোমা উদ্ধার করা হয়েছে । উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ওই বোমা নিস্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় ৷ তারা গিয়ে বোমগুলি নিষ্ক্রিয় করে ৷