ডায়মন্ড হারবার, 24 এপ্রিল : ভোট-পরবর্তী হিংসা অব্যাহত ডায়মন্ড হারবারে । বিজেপির কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ডায়মন্ড হারবার বিধানসভা অন্তর্গত দেয়ারকের ঘটনা ।
বিজেপি কর্মীদের অভিযোগ, দেয়ারকে 153 বুথের কাছে নির্বাচনের জন্য একটি অস্থায়ী বিজেপি কার্যালয় নির্মাণ করা হয়েছিল ৷ গতকাল রাতে বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ওই অস্থায়ী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ৷ যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷