সাতগাছিয়া, 6 এপ্রিল : সাতগাছিয়ায় ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মীরা ৷ অভিযুক্ত তৃণমূল ৷ উঠল বোমাবাজিরও অভিযোগ ৷
ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত নোদাখালি থানার আইমারি প্রাথমিক বিদ্যালয়ের 205 নম্বর বুথে ৷ বিজেপি কর্মীরা অভিযোগ করেন, এদিন সকালে তাঁরা যখন ভোট দিয়ে ফিরছিলেন সেই সময় তাঁদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা ৷ বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়, বোমাবাজি হয় বলেও অভিযোগ ৷ বিজেপি কর্মীদের অভিযোগ, এই ঘটনায় দলের 6 জন কর্মী আহত হয়েছেন ৷ তাঁদের মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।