পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনারপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ

বিজেপি করার অপরাধে আক্রান্ত হলেন সোনারপুর ব্লকের রানাপাড়ার দীপক বাড়ুই ৷ যদিও এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

By

Published : Apr 19, 2021, 11:53 AM IST

সোনারপুর , 19 এপ্রিল : বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে পার হয়ে গেল পঞ্চম দফার নির্বাচন ৷ তবুও শান্তি ফিরল না সোনারপুরে ৷ বিজেপি করার অপরাধে আক্রান্ত হলেন দীপক বাড়ুই ৷ এমনটাই দাবি করেছেন তিনি ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

তিনি বলেন, ‘‘আমি কালকে একটি পুজো বাড়ি দিয়ে আসছিলাম, তখন আমায় তৃণমূলের নেতারা মারধর করে ৷ সেখানে সুমঙ্গল, সুভাষ, রিপন ও প্রবীর সরকার ছিল ৷ রাস্তায় ফেলে বুকে লাথি, ঘুষি, চড় মেরেছে ৷ আমি ওঁদের হাত থেকে ছুটে পালিয়ে প্রাণ বাঁচিয়েছি ৷ আমি বিজেপি করি তাই আমাকে মেরেছে ৷ বাড়িতে এসে শুনি বাবা-মায়ের উপরও অত্যাচার করেছে ৷’’

সোনারপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ , অভিযুক্ত তৃণমূল

আরও পড়ুন :জলঙ্গীতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল

এই একই দাবি করেছেন আক্রান্ত বিজেপি কর্মীর বাবা দুলাল বারুইও ৷ এমনকি মহিলাদের গায়েও হাত তোলা হয়েছে বলে অভিযোগ করে আক্রান্তের পরিবার ৷

অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৄণমুল নেতা প্রবীর সরকারের কাছে ৷ তিনি ক্যামের সামনে আসতে অস্বীকার করেন ৷ শুধু জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷ বিষয়টি স্থানীয় মাতালদের কাজ বলেই তাঁর বক্তব্য ৷ তবে পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details