ফলতা, 6 এপ্রিল : নির্বাচনের দিন বুথ পরিদর্শনে বেরিয়ে হেনস্থার অভিযোগ আনলেন ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী বিধান পাড়ুই ৷ বেলসিনহা ডিসিআরসি অফিসের সামনে এই ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁর ৷ প্রার্থীর দাবি , বুথ জ্যাম, রিগিং ও ছাপ্পা ভোটের অভিযোগ পাওয়ার পর বুথ পরিদর্শনে যান তিনি ৷ সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি ৷
ফলতা বিধানসভার বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ও হেনস্থার অভিযোগ - বিধান পাড়ুই
বুথ পরিদর্শনে বেরিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী বিধান পাড়ুই ৷ যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
ভোটের দিনে আক্রান্ত ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী বিধান পাড়ুই
এই ইট ও পাথর ছোড়ার সময় রাস্তার ধারে থাকা এক মহিলা আহত হন ৷ তাঁর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানান ওই মহিলা ৷
যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷