ডায়মন্ড হারবার , 7 এপ্রিল : তৃতীয় দফার ভোটের রেশ কাটতে না কাটতে ডায়মন্ড হারবার থানার সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার ৷ তাঁর অভিযোগ, ভোটের আগে থেকে পুলিশ আমাদের কর্মীদের মারধর ও মিথ্যা মামলায় জড়িয়ে থানায় তুলে আনছে । ভোটের দিনও তার ব্যতিক্রম হয়নি । আমরা চাই, অবিলম্বে বিজেপি কর্মীদের উপর পুলিশের জুলুম বন্ধ হোক ।
গতরাতে ডায়মন্ড হারবার 3 মণ্ডলের বুথ সভাপতি প্রদ্যুৎ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারের ঘটনায় ডায়মন্ড হারবার থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। অবিলম্বে তাঁদের ছেড়ে দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা ৷