ফলতা, 4 এপ্রিল : শেষ বেলা প্রচার বেরিয়ে আক্রান্ত হল বিজেপি প্রার্থী । যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে ফের একই ঘটনা । ডায়মন্ড হারবারের প্রার্থীর উপর হামলার ঘটনার রেস কাটতে না কাটতে রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে গুরুতর জখম হয়েছেন বিজেপি প্রার্থী বিধান পাড়ুই । রাস্তায় ফেলে তাঁকে লাগাতার কিল, চড় ও লাথি মারার অভিযোগ উঠেছে । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি । ইতিমধ্যেই বিষয়টি ফলতা থানায় জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি ।
স্থানীয় সূত্রে খবর, ফলতা বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিধান পাড়ুই । অভিযোগ, আচমকা বেশ কিছু দুষ্কৃতী লাঠি ও বাঁশ নিয়ে তাঁর উপর হামলা চালায় । প্রার্থীর সঙ্গে থাকা কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় । প্রার্থীকে রাস্তায় ফেলে লাগাতার লাথি, চড় ও ঘুঁষি চলতে থাকে । তাঁর বুক, পিঠ ও পেটে গুরুতর আঘাত লেগেছে বলে দাবি করা হয়। জখম হন পাঁচ বিজেপি কর্মীও । পরে প্রার্থীর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে ফলতা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । পরে তাঁকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এখানেই চিকিৎসাধীন তিনি ।