রায়দিঘি, 6 এপ্রিল: ভোটের লাইনে হাজার টাকার কুপন বিলির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । রায়দিঘি বিধানসভার লালপুর অঞ্চলের ঘটনা । এই ঘটনা জানাজানি হতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেখানে ।
এদিন সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায় লালপুরের বুথ পরিদর্শনে যান । তাঁর কিছুক্ষণ পরই অভিযোগ ওঠে বিজেপি বেশ কিছু কুপন বিলি করেছে স্থানীয় ভোটারদের মধ্যে । ভোট দিলেই যে কুপনের মাধ্যমে হাজার টাকা মিলবে। এই ঘটনায় সিপিএম ও তৃণমূল উভয়পক্ষই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে । বুথের সামনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷ যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে । পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অরবিন্দ নামের এক বিজেপি কর্মীকে আটকও করে পুলিশ ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদি মিথ্যাবাদী দুঃশাসন, মাথাভাঙা থেকে আক্রমণ মমতার