ভাঙড়, 22 মার্চ : আব্বাস সিদ্দিকির সভায় যাওয়ায় এক আইএসএফ কর্মীকে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে ৷ তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ ৷ ভাঙড়ের বোদরা অঞ্চলের সাপা গ্রামের ঘটনা ৷ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। যদিও তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
জানা গিয়েছে , রবিবার বিকালে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আব্বাস সিদ্দিকির সভা ছিল। সেই সভাতেই গিয়েছিলেন অজিত মোল্লা এবং তাঁর পরিবারের সদস্যরা। আব্বাস সিদ্দিকির সভায় যাওয়ার কারণে রাতের অন্ধকারে তৃণমূলের কর্মীরা কেরোসিন তেল দিয়ে অজিতের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। প্রতিবেশীরা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় পুরো বাড়িটি। পরে অজিত মোল্লা অভিযোগ দায়ের করতে গেলে তাঁর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলেও অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাঁকে। থানায় অভিযোগ না করার হুমকিও দেওয়া হয়।