পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইএসএফ কর্মীকে মারধর ও বাড়িতে আগুন, কাঠগড়ায় তৃণমূল

এক আইএসএফ কর্মীকে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরূদ্ধে ৷ থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে মারধরও করা হয়৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ দুজনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ ৷

পুড়ে ছাই আইএসএফ কর্মীর বাড়ি
পুড়ে ছাই আইএসএফ কর্মীর বাড়ি

By

Published : Mar 22, 2021, 1:14 PM IST

Updated : Mar 22, 2021, 1:57 PM IST

ভাঙড়, 22 মার্চ : আব্বাস সিদ্দিকির সভায় যাওয়ায় এক আইএসএফ কর্মীকে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে ৷ তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ ৷ ভাঙড়ের বোদরা অঞ্চলের সাপা গ্রামের ঘটনা ৷ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। যদিও তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

জানা গিয়েছে , রবিবার বিকালে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আব্বাস সিদ্দিকির সভা ছিল। সেই সভাতেই গিয়েছিলেন অজিত মোল্লা এবং তাঁর পরিবারের সদস্যরা। আব্বাস সিদ্দিকির সভায় যাওয়ার কারণে রাতের অন্ধকারে তৃণমূলের কর্মীরা কেরোসিন তেল দিয়ে অজিতের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। প্রতিবেশীরা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় পুরো বাড়িটি। পরে অজিত মোল্লা অভিযোগ দায়ের করতে গেলে তাঁর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলেও অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাঁকে। থানায় অভিযোগ না করার হুমকিও দেওয়া হয়।

পরে পরিবারের সদস্যরা অজিতকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ভাঙড় থানার পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ চালায় এলাকায়।

যদিও এই ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছেন ভাঙড় ব্লক 1 তৃণমূল কংগ্রেস সভাপতি সাজাহান মোল্লা ৷ পারিবারিক বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি ৷

কী বললেন আহতের পরিবারের সদস্য
আরও পড়ুন :কাশীপুর-বেলগাছিয়ার ভোটার তালিকায় মিঠুন, এ বার কি প্রার্থী ?
Last Updated : Mar 22, 2021, 1:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details