পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের আগে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার, চাঞ্চল্য বারুইপুরে

গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে কুলতলি থানার পুলিশ অস্ত্র তৈরির কারখানার হদিস পায় । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুটি ওয়ান শাটার পাইপগান, একটি সিক্স চেম্বার বন্দুক, দুটি লং পাইপগান ও অনান্য অস্ত্র তৈরির সরঞ্জাম । পাশাপাশি নরেন্দ্রপুর থানার পুলিশ 64টি বোমা উদ্ধার করে ৷

ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার,
ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার,

By

Published : Mar 28, 2021, 4:59 PM IST

বারুইপুর, 28 মার্চ : নির্বাচনের আগে বারুইপুরে অস্ত্র উদ্ধার ৷ বারুইপুর পুলিশ জেলার কুলতলিতে হদিস মিলল অস্ত্র কারখানার ৷ একইসঙ্গে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহে উদ্ধার হল বোমা । এই দু’টি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে । প্রশাসনের অনুমান, নির্বাচনের আগে এলাকায় অশান্তি তৈরি করতেই এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং বোমা মজুত করা হচ্ছিল । দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে বারাইপুর জেলা পুলিশ ।

গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে কুলতলি থানার পুলিশ অস্ত্র তৈরির কারখানার হদিস পায় । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুটি ওয়ান শাটার পাইপগান, একটি সিক্স চেম্বার বন্দুক, দুটি লং পাইপগান ও অনান্য অস্ত্র তৈরির সরঞ্জাম । আসমত মণ্ডল নামে এক অস্ত্রকারবারীকেও গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ । বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিশের যৌথ অভিযানে এই অস্ত্র কারখানার হাদিস মেলে । ধৃতকে আজ বারুইপুর আদালতে তোলা হয়েছে ।

আরও পড়ুন : প্রথম দফায় 26টির বেশি আসনে উড়বে গেরুয়া আবির, আত্মবিশ্বাসী শাহ


অন্যদিকে নরেন্দ্রপুর থানার পুলিশ কাটিপোতা এলাকায় ভেড়ির পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার করে 64টি বোমা । বোমার খবর পেয়ে পরিত্যক্ত বাড়িটি ঘিরে রাখে নরেন্দ্রপুর থানার পুলিশ । খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। দুপুরের দিকে ঘটনাস্থলে এসে বোমগুলিকে নিষ্ক্রিয় করে তারা । এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি । কারা এবং কী কারণে এখানে বোমা রাখা হল তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details