মহেশতলা, 10 এপ্রিল : ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল ভোটকর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি মহেশতলা বিধানসভা কেন্দ্রের দৌলতপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 226 নম্বর বুথে ৷ অভিযোগ, ওই ভোটকর্মীরা বিজেপিকে ভোট দেওয়ার জন্য় ভোটারদের প্রভাবিত করছিলেন ৷
কী ঘটেছে ?
তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, আজ ভোটগ্রহণের সময় এক ভোটারকে 1 নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার জন্য় বলেন ওই বুথের এক ভোটকর্মী ৷ ওই বোতামটিতে বিজেপির প্রার্থীর পক্ষে ভোট পড়ছে ৷ এর পরেই উত্তেজনা ছড়ায় ৷
ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আরও পড়ুন-মাথাভাঙায় গুলিবিদ্ধ হয়ে নিহত 4, অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর দিকে
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোট কর্মীরা বিজেপির হয়ে ভোট করছেন ৷ ভোট প্রভাবিত করছেন ৷ তাঁদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে তৃণমূল ৷ খবর পেয়ে সাংবাদিকরা ওই কেন্দ্রে পৌঁছলে ছবি তুলতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী ৷
মহেশতলা কেন্দ্রে এবারে তৃণমূলের হয়ে লড়াই করছেন দুলালচন্দ্র দাস। বিজেপির হয়ে দাঁড়িয়েছেন উমেশ দাস। সংযুক্ত মোর্চার তরফে ওই কেন্দ্রে প্রার্থী সিপিআইএমের প্রভাত চৌধুরি। ওই অভিযোগ আসার পর বিজেপির প্রার্থীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ৷