বাগদা, 27 মার্চ : তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনের উপর মাটি, গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের বেদিয়াপোতা এলাকার ঘটনা । শনিবার সকালে তৃণমূলের কর্মী ও সমর্থকদের বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ।
সূত্রের খবর, বাগদা বিধানসভা কেন্দ্রের বেদিয়াপোতা এলাকায় তৃণমূলের দেওয়াল লিখন করা হয়েছিল । পাশাপাশি লাগানো হয়েছিল ‘বাংলা নিজের মেয়েকে চায়’ পোস্টার । ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরিতোষ সাহা । অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপির দুষ্কৃতীরা তৃণমূলের দেওয়াল লিখন ও পোস্টার মাটি-গোবর লেপে মুছে দেওয়ার চেষ্টা করে । শনিবার সকালে স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকদের বিষয়টি নজরে আসে । দেওয়ালে গোবর মাটি দেখে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান তাঁরা । দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন তাঁরা ।