ভাঙড়, 2 মে : ভোটের ফল প্রকাশ হতেই উত্তপ্ত ভাঙড় । আহত আইএসএফ ও তৃণমূলের প্রায় 30 জন । 10 জনের অবস্থা গুরুতর । তাদের উদ্ধার করে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । । বাকি 20 জন আহতকে উদ্ধার করে পুলিশ নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে । ঘটনাটি ভাঙড়ের মৌলমুকুন্দি গ্রামের । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
ভাঙড়ে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি । সেই ঘটনা জানাজানি হতেই আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় । ব্যাপক মারধর করে তৃণমূল কর্মী ও সমর্থকদের । ঘটনায় কুড়ি জন তৃণমূল কর্মী আহত হয় । তৃণমূলের পালটা জবাবে আইএসএফ-এর প্রায় 10 জন আহত হয় ।