কলকাতা, 5 জানুয়ারি:বুধবারের পর বৃহস্পতিবারও 100 দিনের কাজ (MNREGS) নিয়ে রাজনীতির অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন গঙ্গাসাগর থেকে ফেরার পথে হেলিপ্যাডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 100 দিনের কাজ নিয়ে তার প্রতিক্রিয়া দিয়েছেন তিনি ।
এদিন তিনি বলেন, ‘‘100 দিনের কাজের টাকা পাচ্ছি না । গরিব মানুষগুলো কাজ করেছে ৷ দীর্ঘদিন ধরে তাঁদের টাকা বাকি আছে । এমনটা ভাবার কারণ নেই কেন্দ্র দয়া করছে । এখান থেকে কেন্দ্রীয় সরকার জিএসটি (GST) তুলে নিয়ে যায় । এরপরেও রাজ্যকে তার প্রাপ্য দিচ্ছে না ৷’’
এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন, জিএসটি বাবদ কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়া পাচ্ছেন না রাজ্য সরকার । এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, 100 দিনের টাকা প্রাপ্তির ক্ষেত্রে কোনও রাজ্য যেখানে বাকি নেই, সেখানে কেন বাংলাকে বঞ্চিত করা হচ্ছে ? কেন বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না ? কতবার করে বলতে হবে ?
এদিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যে আবাস যোজনা (PM Awas Yojana) কাজ পর্যালোচনা করতে আসা কেন্দ্রীয় টিম নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘রাজনীতির কারণে মাঝে মাঝেই এ টিম, বি টিম, সি টিম পাঠানো হচ্ছে । এভাবে আর কত টিম পাঠানো হবে ! একটা পটকা ফাটলেও রাজ্যে চলে আসছে টিম । কারও ঘরে নিজস্ব ব্যবসার টাকা থাকলেও চলে আসছে বি টিম । এভাবে আর কতদিন চলবে, প্রশ্ন তুলেছেন তিনি । এই ঘটনাকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ হিসেবেও দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন ভুয়ো জবকার্ড (Fake Job Card) নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী । তিনি জানিয়েছেন, ভুয়ো জব কার্ডের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে । উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা 69 লক্ষ । সেখানে বাংলায় 20 লক্ষ । উত্তরপ্রদেশ হরিয়ানা মধ্যপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা বাংলা তুলনায় অনেক বেশি, তাহলে কেন বাংলা শুধু বঞ্চিত, প্রশ্ন মমতার ।
প্রসঙ্গত, গতকালই কপিলমুনির মন্দির থেকে বেরোনোর সময় আবাস যোজনা নিয়ে সরব হয়েছিলেন মমতা । আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় টিম পাঠানোকে গতকালই রাজনীতি বলে আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । বলেছিলেন আবাস যোজনার নিয়ে রাজনীতি না করে রাজ্যকে তার 100 দিনের কাজের জন্য প্রাপ্য দেওয়ার কথা । এদিন আরও একবার সেই 100 দিনের কাজ নিয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন:গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতির দাবিতে সরব মুখ্যমন্ত্রী