সোনারপুর, 26 ফেব্রুয়ারি: আর মাত্র কয়েকটা ঘণ্টা । তারপরই রাজ্যের 108 পৌরসভায় ভোট । পৌর নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই শাসকদল তৃণমূলের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে তাদের মুখপত্রে । তারপরেও রাজপুর সোনারপুরের একাধিক ওয়ার্ডে বিরেধীদের ব্যানার, ফেস্টুন, হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য । অভিযোগের তির তৃণমূলের দিকে । অভিযোগ অস্বীকার তৃণমূলের (Allegations Of Tearing Down Banners Are Against Tmc) ।
আরও পড়ুন:Bengal Civic Polls 2022 : উত্তরে বজায় শীতের শিরশিরানি, জলপাইগুড়িতে ভোটকর্মীদের জন্য স্লিপিং ম্যাট
রাত পোহালেই রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫টি ওয়ার্ডে ভোট । তার আগে কোথায়ও সিপিআইএম, কোথায়ও বিজেপি, কোথায়ও আবার নির্দল প্রার্থীদের ব্যানার হোডিং ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এমনকী রাতের অন্ধকারে হুমকি ও ভোটের পর দেখে নেওয়া হবে বলে একযোগে অভিযোগ জানিয়েছেন বিরোধীরা ।
বিরোধীদের বক্তব্য, “তৃণমূল আমাদের ব্যানার, ফেস্টুন রাখতে দিচ্ছে না । হুমকি দিচ্ছে ভোটের সময় এজেন্ট ঢুকতে দেওয়া হবে না । সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে । এইভাবে কীভাবে ভোট সম্ভব কে জানে!”
যদিও এই অভিযোগ অস্বীকার করে সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদৌসী বেগম বলেন, "খবরে আসার জন্য এসব করছে । এখানে তৃণমূল কংগ্রেসের জয় হবে । কারোর নামে দোষারোপ না করলে সামনে আসা যাবে না । সে কারণে এসব করছে । অভিযোগ ভিত্তিহীন । "