পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

She Corner: গঙ্গাসাগর মেলায় মহিলা ও শিশুদের জন্য প্রশাসনের ‘শি কর্নার’ - শি কর্নার

গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) মহিলা ও শিশুদের জন্য শি কর্নার তৈরি করেছে রাজ্য প্রশাসন ৷ সেখান থেকে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ও শিশুদের জন্য দুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে ৷

She Corner
She Corner

By

Published : Jan 14, 2023, 3:16 PM IST

গঙ্গাসাগর (দক্ষিণ 24 পরগনা), 14 জানুয়ারি: প্রতিবছর গঙ্গাসাগর মেলায় হাজির হন লক্ষ লক্ষ পুণ্যার্থী ৷ সেই পুণ্যার্থীদের দলে অনেক মহিলা ও শিশুও থাকে ৷ সেই মহিলা ও শিশুদের জন্য এবারই প্রথম মেলায় তৈরি করা হয়েছে ‘শি কর্নার’ ৷ ব্যবস্থাপনায় রাজ্য সরকার ৷

কী এই শি কর্নার: এটা আসলে একটা সুসজ্জিত শিবির ৷ এখানে থাকছে মহিলাদের প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ৷ মেলা চলাকালীন যে সমস্ত মহিলাদের স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন পড়বে, তাঁরা ওই শি কর্নারে গেলেই তা পেয়ে যাবেন ৷ এর জন্য কোনও অর্থও দিতে হবে না ৷ সরকারি ভাবে বিনামূল্যে তা দেওয়া হবে (Free Sanitary Napkin from She Corner) ৷

এছাড়া দুধের ব্যবস্থাও থাকছে ওই শি কর্নারে (Free Milk from She Corner) ৷ শিশুদের দুধ খাওয়াতে হলে মায়েদের ওই শিবিরে যেতে হবে ৷ সেখান থেকেই তাঁদের জন্য বিনামূল্যে গরম দুধ দেওয়া হবে প্রশাসনের তরফে ৷ প্রশাসনের এই উদ্যোগে খুশি সাধারণ পুণ্যার্থীরা ৷

গঙ্গাসাগর মেলায় শি কর্নার

প্রশাসনের বক্তব্য: এই বিষয়ে দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল জানিয়েছেন, 2023 এর গঙ্গাসাগর মেলায় মহিলাদের জন্য একটি আলাদা চিন্তাভাবনা নেওয়া হয়েছে । মেলার মাঠ জুড়ে পাঁচটা এবং চেমাগরি পয়েন্টে আরও বেশ কয়েকটি ক্যাম্প করা হয়েছে ৷ যার নাম শি কর্নার ।

তিনি আরও জানান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই পরিষেবাটি দেবেন । মেলায় আগত অনেক পুণ্যার্থীর স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হতে পারে ৷ বিনামূল্যে এখান থেকে তা দেওয়া হচ্ছে । পাশাপাশি কোনও মা যদি তাঁর বাচ্চাকে দুধ খাওয়াতে চান, তাহলে এখানে সাহায্য নিয়ে দুধ খাওয়ানোর সমস্ত রকম বন্দোবস্ত করা আছে । তিনি বলেন, ‘‘আমি আজ এসে দেখলাম প্রচুর মা মেলায় আসা শিশুদের দুধ খাওয়াচ্ছে, সেটা কিন্তু আমার চোখে পড়েছে ।’’

আরও পড়ুন:পুণ্যস্নানে দুর্ঘটনা এড়াতে এনডিআরএফের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে লিলি-রোমিও

ABOUT THE AUTHOR

...view details