গঙ্গাসাগর (দক্ষিণ 24 পরগনা), 14 জানুয়ারি: প্রতিবছর গঙ্গাসাগর মেলায় হাজির হন লক্ষ লক্ষ পুণ্যার্থী ৷ সেই পুণ্যার্থীদের দলে অনেক মহিলা ও শিশুও থাকে ৷ সেই মহিলা ও শিশুদের জন্য এবারই প্রথম মেলায় তৈরি করা হয়েছে ‘শি কর্নার’ ৷ ব্যবস্থাপনায় রাজ্য সরকার ৷
কী এই শি কর্নার: এটা আসলে একটা সুসজ্জিত শিবির ৷ এখানে থাকছে মহিলাদের প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ৷ মেলা চলাকালীন যে সমস্ত মহিলাদের স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন পড়বে, তাঁরা ওই শি কর্নারে গেলেই তা পেয়ে যাবেন ৷ এর জন্য কোনও অর্থও দিতে হবে না ৷ সরকারি ভাবে বিনামূল্যে তা দেওয়া হবে (Free Sanitary Napkin from She Corner) ৷
এছাড়া দুধের ব্যবস্থাও থাকছে ওই শি কর্নারে (Free Milk from She Corner) ৷ শিশুদের দুধ খাওয়াতে হলে মায়েদের ওই শিবিরে যেতে হবে ৷ সেখান থেকেই তাঁদের জন্য বিনামূল্যে গরম দুধ দেওয়া হবে প্রশাসনের তরফে ৷ প্রশাসনের এই উদ্যোগে খুশি সাধারণ পুণ্যার্থীরা ৷