গঙ্গাসাগর, 28 মে : সাগরের মুখ্যমন্ত্রী সফরের আগে দুই গ্রামের মধ্যে গ্রাম থেকে জমা জল বের করা নিয়ে ঝামেলা । তীব্র উত্তেজনা এলাকায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে সাগর থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভার সাগরের কচুবেড়িয়া বাজারে ।
মুখ্যমন্ত্রীর সফরের আগে জমা জল বের করা নিয়ে দুই গ্রামের ঝামেলা সাগরে
ঘূর্ণিঝড় যশের ফলে জলমগ্ন হয়ে যায় সাগরের বিস্তীর্ণ অঞ্চল । জলমগ্ন হয় কশতলা ও শিবপুর বকুলতলা । অভিযোগ, প্রশাসনের উদ্যোগে দ্রুত কশতলা গ্রামের জমা জল বের করা হয় ৷ কিন্তু শিবপুর বকুলতলা গ্রামে সেই কাজ হয়নি ৷
ঘূর্ণিঝড় যশের ফলে জলমগ্ন হয়ে যায় সাগরের বিস্তীর্ণ অঞ্চল । জলমগ্ন হয় কশতলা ও শিবপুর বকুলতলা । অভিযোগ, প্রশাসনের উদ্যোগে দ্রুত কশতলা গ্রামের জমা জল বের করা হয় ৷ কিন্তু শিবপুর বকুলতলা গ্রামে সেই কাজ হয়নি ৷ এতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা ৷ এরপর গ্রামের বাসিন্দারা নিজেরাই রাস্তা কেটে জল বের করতে যান । সেই কাজে বাধা দেন কশতলা গ্রামের বাসিন্দারা । এতেই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ধুন্ধুমার বাধে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে সাগর থানার পুলিশ বাহিনী । পরে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।