ভাঙড়, 11 এপ্রিল : দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আগামী 19 মে ভোট যাদবপুর কেন্দ্রে। আর তার আগে ভাঙড়ের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার হল প্রচুর তাজা বোমা।
ভোটের আগে ভাঙড়ে উদ্ধার প্রচুর তাজা বোমা - bhangar
ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর তাজা বোমা। আজ CIDর বিশেষ টিম বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।
গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ভাঙড় থানার পুলিশ প্রায় 40টা মতো তাজা বোমা উদ্ধার করে। বোমাগুলি নিষ্ক্রিয় করতে CID-কে খবর দেওয়া হয়। আজ CID-র বিশেষ দল বোমাগুলি নিষ্ক্রিয় করতে পৌঁছায় ভাঙড় থানার চণ্ডীপুর মাঠে। সেখানেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়।
ভোটের আগে কী কারণে এত বোমা মজুত করা হচ্ছিল ? কোথা থেকেই বা এল বোমাগুলি ? তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। তবে ভোটের আগে এতগুলি তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নতুন করে আর কোনও বোমা উদ্ধার হয় কি না সেদিকে অবশ্য নজর রাখছে পুলিশ।