সুন্দরবন, 8 ফেব্রুয়ারি:ব়্যয়াল বেঙ্গল টাইগারের পাশাপাশি সুন্দরবনের মধুও বিখ্যাত (Bee Farming Project)৷ তবে এই মধু সংগ্রহ করা যে মুখের কথা নয় তা সকলেই কমবেশি জানে । প্রায়শই বাঘের হানায় মউলে মৃত্যুর ঘটনা সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয় ৷ এক কথায় বলা যায় প্রাণের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করেন মউলেরা ৷ তাদের কথা ভেবে নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে বন দফতরের পক্ষ থেকে (bee farming project running successfully ) ৷
আর প্রাণ হাতে করে যেতে হবে না জঙ্গলে ৷ সুন্দরবনের যুবকদের মৌমাছি পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । নিজের বাড়িতেই চাষ করে যাবে ৷ এইভাবেই উপার্জনের নতুন দিশা দেখাচ্ছে বন দফতর । সরকারি উদ্যোগে মধু চাষ করে হাসি ফুটছে সুন্দরবনের গরিব মউলেদের মুখে । জঙ্গলে মাছ-কাঁকড়া ধরে বা মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন সুন্দরবনের বহু মানুষ । কিন্তু সেই কাজে প্রতি পদে রয়েছে ঝুঁকি । জঙ্গলে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে বহু মানুষের । সুন্দরবনবাসীর জঙ্গল নির্ভরতা কমাতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন । স্থানীয়দের বিকল্প পেশার সন্ধান দিতে। কুলতলির মৈপিঠ এলাকায় যেমন মৌমাছি পালনের মাধ্যমে গ্রামের মানুষকে স্বনির্ভর করে তোলা হয়েছে ।