আবাস যোজনার টাকা ফেরানোর নির্দেশ উপভোক্তাদের মথুরাপুর, 25 নভেম্বর: 29 জন উপভোক্তার মধ্যে 27 জনই ভুয়ো ৷ অথচ আবাস যোজনার টাকা পেয়েছেন তারা ৷ আবাস যোজনায় পাওয়া ভুয়ো উপভোক্তাদের থেকে সেই টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ টাকা ফেরত চেয়ে উপভোক্তাদের চিঠি দিয়েছেন বিডিও ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ৷ মথুরাপুর দু'নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন বলেন, "আদালতের নির্দেশ মেনে 27 জনকেই চিঠি করেছি ৷ এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে ৷" তবে সেই সময়ের মেয়াদ পার হয়েছে ৷ তারপরেও টাকা কেন ফেরত হয়নি সে বিষয়ে তিনি বলেন, "উপভোক্তারা আমার সঙ্গে দেখা করেছে ।"
নিয়োগ কেলেঙ্কারির তদন্তের মাঝেই এ বছরের প্রথম দিকে আবাস দুর্নীতি নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে । অভিযোগ ওঠে, যাদের এই প্রকল্পে টাকা পাওয়ার কথা তাদের বঞ্চিত করে নিয়ম বহির্ভূতভাবে বহু জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে । গোটা রাজ্যে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ফেটে পড়েন সাধারণ মানুষজন । যদিও বর্তমানে পরিস্থিতি শান্ত । তবে এরই মধ্যে ফের দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের ঘটনা সামনে আসতেই তোলপাড় । মথুরাপুর 2 নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা আবাস যোজনায় দুর্নীতি হয়েছে ৷ এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার জেলাশাসককে তদন্ত করার নির্দেশ দেওয়া হয় ।
আদালতের নির্দেশ ছিল, যাদের নিয়ম ভেঙে টাকা দেওয়া হয়েছে তাদের থেকে সেই টাকা ফেরত নিতে হবে । বিচারপতির নির্দেশের সঙ্গে 29 জনের তালিকা আসে জেলাশাসকের দফতরে । এরপর নাম ধরে ধরে সেই 29 জনের আর্থিক সমীক্ষা করতেই চোখ কপালে ওঠে । তদন্তে বিডিও দেখেন, তালিকায় থাকা 29 জনের মধ্যে 27 জনই ভুয়ো । যার মধ্যে আবার তিনটি অ্যাকাউন্ট বেনামি । শুধু তাই নয়, সেই তালিকায় নগেন্দ্রপুর তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধানের শ্বশুরেরও নাম রয়েছে । কারচুপি ধরা পড়তেই ওই 27 জন অভিযুক্তদের প্রত্যেককে আগামী সাতদিনের মধ্যে সমস্ত টাকা ফেরত দেওয়ার নোটিশ ধরান বিডিও ।
জানা গিয়েছে, গত নভেম্বর মাসে এই 29 জনের ব্যাংক অ্যাকাউন্টেই প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির 1 লক্ষ 20 হাজার টাকা করে জমা পড়েছে । আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলায় । বিজেপির সাধারণ সম্পাদক পলাশ রানা বলেন, "আগামিদিনে আরও 200-এর বেশি নাম আসছে ৷ কেবলমাত্র টাকা ফেরত দিলে হবে না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।" তবে রায়দিঘির বিধায়ক অলোক জলদাতায়ের সাফাই, "কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই টাকা নেয়নি বা নাম তোলেনি ৷ তবে আদালত যে নির্দেশ দিয়েছে তা অক্ষর অক্ষরে পালন করা উচিত ।"
আরও পড়ুন:
- 'আবাস যোজনার টাকা ফেরত না দিলে ক্রিমিনাল কেস', হুঁশিয়ারি শুভেন্দুর
- 30 বছরেও মেলেনি আবাস যোজনার ঘর ! চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন এই গ্রামবাসীরা
- পাননি আবাস যোজনার সম্পূর্ণ টাকা, দুর্বিষহ অবস্থায় জীবন কাটাছেন সত্তরোর্ধ্ব মহিলা