পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 26, 2021, 9:20 PM IST

ETV Bharat / state

Duare Sarkar : অন্য ছবি, মাটিতে বসে ফর্ম পূরণ করে দিচ্ছেন বিডিও

40 জন শিক্ষক লাগাতার বিনামূল্যে ফর্ম ফিলাপ করে দিচ্ছিলেন ৷ কিন্তু তাতেও সামাল দেওয়া যাচ্ছিল না ৷ ভিড় কিছুতেই কমছে না দেখে এগিয়ে আসেন স্থানীয় বিডিও কার্তিকচন্দ্র রায় ৷

bhangor-2-block-bdo-help-to-fill-form-in-duare-sarkar-camp
Duare Sarkar : দুয়ারে সরকার শিবিরে মাটিতে বসেই ফর্ম ফিলাপ করে দিলেন বিডিও

ভাঙড়, 26 অগস্ট : দুয়ারে সরকারের দ্বিতীয় দফায় রাজ্যজুড়ে রাজ করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প । জমা পড়া আবেদনের নিরিখে পিছিয়ে নেই স্বাস্থ্যসাথীও । ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনায় 15 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে । ফলে প্রতিটি শিবিরে লম্বা লাইন পড়ছে বাংলার মেয়েদের ৷

আরও পড়ুন :Central Govt team: কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্প খতিয়ে দেখতে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল

কিন্তু সমস্যাও হচ্ছে বিস্তর৷ ফর্ম ফিলাপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকে ৷ ভাঙড়ও তার ব্যতিক্রম নয় ৷ কিন্তু বৃহস্পতিবার সেই সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন স্বয়ং বিডিও ৷ তিনি নিজেই ফর্ম পূরণ করে দিলেন ৷ এমনকী, কোথাও বসার জায়গা না পেয়ে মাটিতেই বসে পড়লেন ভাঙড়-2 ব্লকের বিডিও কার্তিকচন্দ্র রায় ৷ যা দেখে রীতিমতো আপ্লুত স্থানীয় মানুষ ৷

দুয়ারে সরকারের যে ক্যাম্পে এদিন এই ঘটনা ঘটে, তা আয়োজন করা হয়েছিল ভাঙড়-2 ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের পিঠাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে ৷ ভোর থেকেই সেই ক্যাম্পে উপচে পড়ে ভিড় । টানা রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন মহিলা-পুরুষ সহ বয়স্ক মানুষজন ।

মাটিতে বসে ফর্ম পূরণ করে দিচ্ছেন বিডিও

আরও পড়ুন :Luxbagan-Post-Office : পোস্ট অফিস ! বলে না দিলে চেনা দায়

40 জন শিক্ষক লাগাতার বিনামূল্যে ফর্ম ফিলাপ করে দিচ্ছিলেন ৷ কিন্তু তাতেও সামাল দেওয়া যাচ্ছিল না ৷ ভিড় কিছুতেই কমছে না দেখে এগিয়ে আসেন স্থানীয় বিডিও কার্তিকচন্দ্র রায় ৷ চেয়ার-টেবিল না পেয়ে মাঠের সবুজ ঘাসে বসে পড়েন তিনি ৷ ফর্ম ফিলাপের সহযোগিতা করেন কাশীপুর থানার ওসি প্রদীপ পালও । দুই আধিকারিকের এহেন আন্তরিকতায় খুশি এলাকার সাধারণ মানুষজন ।

বিডিও কার্তিকচন্দ্র রায় বলেন, "যারা বিশেষভাবে সক্ষম, তাঁরা মানবিক পেনশন পাওয়ার জন্য এই ক্যাম্পে এসে লাইন দিচ্ছেন । সেই রকম কয়েকজনকে মানবিকতার খাতিরে আমি নিজে কাছে ডেকে ফর্ম ফিলাপ করে দিয়েছি । ওঁরা যাতে দ্রুত পেনশন পান সেদিকেও নজর দেব ।"

আরও পড়ুন :kakdwip: ‘লক্ষ্যভেদ’ কাকদ্বীপের সুপার স্পেশ্যালিটি হাসপাাতলের, কেন্দ্রীয় সরকারের সেরার শিরোপা

ABOUT THE AUTHOR

...view details