গোসাবা, 18 জুন : যশের প্রভাবে বিধ্বস্ত গোসাবার বিস্তীর্ণ এলাকা ৷ গোসাবাবাসীর পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী সংস্থা ৷ আর সেই ত্রাণের সঙ্গেই সেখানে ঢুকে পড়েছে প্লাস্টিকের ক্যারিব্যাগ, বস্তা এবং পানীয় জলের বোতল ৷ যত্রতত্র ছড়িয়ে আছে সেইসব ৷ সেই প্লাস্টিকের সামগ্রী সরাতে উদ্যোগ নিল বারুইপুর পুলিশ এবং গোসাবা ব্লক প্রশাসন ৷ সঙ্গে ছিল এক স্বেচ্ছাসেবী সংস্থাও ৷
ত্রাণের সঙ্গে ঢুকে পড়া ক্যারিব্যাগ, বস্তা এবং পানীয় জলের বোতল ক্ষতি করতে পারে গোসাবার বাস্তুতন্ত্রে ৷ এর লাগোয়া টাইগার রিজার্ভ অরণ্যে প্রতিদিনের জোয়ারের জলে ভেসে অচিরেই ঢুকে পড়তে পারে এই প্লাস্টিকের বোতল ৷ সেই কারণেই শুক্রবার গোসাবার বিভিন্ন এলাকায় ঘুরে বারুইপুর পুলিশ, গোসাবা ব্লক প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থার একটি দল সেখানে পড়ে থাকা প্লাস্টিকের সামগ্রী অপসারণের কাজে নেমেছে ৷
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, ত্রাণের কারণে যেসমস্ত প্লাস্টিক সামগ্রী গোসাবায় ঢুকে পড়েছে তা পরিষ্কার করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ ৷ এই কাজ 18 জুন থেকে 22 জুন পর্যন্ত চলবে ৷ অজয় সাহা ফাউন্ডেশন, চেঞ্জ ইনিসিয়েটিভ, আমরা সুষম জলপ্রপাত, চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটি বারুইপুর সবাই মিলে আমাদের এই কাজে এগিয়ে এসেছে ৷ এই কাজে এলাকাবাসীকে উৎসাহ দেওয়ার জন্য এক বস্তা প্লাস্টিক বোতল নিয়ে এলে তাঁকে নগদ একশো টাকা দেওয়া হচ্ছে ৷ "
গোসাবাকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নিল বারুইপুর পুলিশ জেলা আরও পড়ুন :সুন্দরবনে রোগীদের ঘরে দু'চাকায় পাড়ি দেন অক্সিজেন ম্যান
তিনি আরও বলেন, "যথাযত উৎসাহ নিয়ে নিজ নিজ এলাকা থেকে পরিত্যক্ত প্লাস্টিক বস্তাবন্দি করে ক্যাম্পে এনে হাজির নদী তীরবর্তী প্রত্যন্ত গ্রামগুলি থেকে অসংখ্য মানুষ । এছাড়াও কাজ চলছে রাঙাবেলিয়া, বড় মোল্লাখালি, কুমিরমারীতে। আসুন সকলে হাত মিলিয়ে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা করি ।"