পাথরপ্রতিমা, 7 জানুয়ারি :পাথরপ্রতিমার পাখিনালা নদীতে তেঁতুলতলা ঘাটের কাছে বার্জ এবং নৌকার মুখোমুখি সংঘর্ষ (Barge and boat collide in Pakhinala river ) ৷ ভোররাতে বার্জের ধাক্কায় পুরোপুরি ডুবে যায় ইঁট বোঝাই ট্রলারটি ৷ যদিও কোন প্রাণহানি ঘটেনি, নদীতে সেসময় ভাটার টান থাকায় কোনওমতে সাঁতরে পাড়ে পৌঁছন ট্রলারে থাকা চার মাঝি ৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, বার্জটি বঙ্গোপসাগর হয়ে খিদিরপুরের দিক থেকে আসছিল ৷ অন্য়দিকে ইঁট বোঝাই নৌকাটি যাচ্ছিল পাথরপ্রতিমা বনশ্যাম নগরের দিকে ৷ মাঝ নদীতে লাইট সিগন্য়াল না বুঝতে পারার কারণেই তৈরি হয় সমস্যা ৷ সোজাসুজি নৌকাটিকে এসে ধাক্কা মারে বার্জটি ৷ যার জেরে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় নৌকাটি ৷ খোল ফুটো হয়ে জল ঢুকতে শুরু করলে বাধ্য হয়ে নদীতে ঝাঁপ দেন 4 জন মাঝি ৷ অন্য়দিকে সামান্য ক্ষতি হয়েছে বার্জটিরও ৷