ডায়মন্ড হারবার, 25 মে : ফের নজির সৃষ্টি করল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । গত 15 মে অস্ত্রোপচারের মাধ্যমে বাংলাদেশের এক তরুণীর শরীরে কৃত্রিমভাবে যোনি ও জরায়ু তৈরি করলেন এই হাসপাতালের চিকিৎসকেরা । এরাজ্যে এখনও পর্যন্ত চারজনের এধরনের অস্ত্রোপচার করা হয়েছে (Vaginoplasty at Diamond Harbour Medical College)। সবক'টি হয়েছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে হাসাপাতালে । গত এক বছরে চারটি সফল অস্ত্রোপচার করা হয়েছে ।
সূত্রের খবর, দিন পনেরো আগে বাংলাদেশের এক তরুণী হাসপাতালের আউটডোরে দেখাতে আসেন । ওই তরুণীর শরীরে যোনি ও জরায়ু ছিল না । জিনগত কারণে মহিলা হিসেবেই বেড়ে উঠছিলেন ওই তরুণী । ওই তরুণীর পরিবার জানিয়েছে, মেয়ের বিয়ে ঠিক হয়ে যায় । তখনই তরুণী পরিবারকে সব কিছু জানায় । কিন্তু বাংলাদেশে এধরনের চিকিৎসার কোনও সুযোগ নেই ।
আরও পড়ুন :Health Services Under One Umbrella: একছাতার তলাতেই হচ্ছে জলপাইগুড়ি মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল
এক বছর আগে এই ধরনের অস্ত্রোপচারের ভিডিয়ো ইউটিউবে ভাইরাল হয়েছিল । তরুণীর পরিবার সেই ভিডিয়ো দেখেছিলেন । সেই ভিডিয়োর সূত্র ধরে ডায়মন্ড হারবারে চলে আসেন । আউটডোরে দেখানোর পর হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগ তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় । চিকিৎসা বিজ্ঞানে এধরনের রোগকে বলা হয় মুলেরিয়ান অ্যাজিনেসিস । জন্ম থেকেই যোনি ও জরায়ু তৈরি হয় না । সারা পৃথিবীতে এধরনের সমস্যা নিয়ে খুব কম মহিলা জন্মগ্রহণ করেন । ডাক্তারি পরিভাষায় এই রোগের অস্ত্রোপচারকে বলা হয় ভ্যাজাইনোপ্লাস্টি ।