সুন্দরবন, 21 মার্চ : সুন্দরবনের নদীতে উদ্ধার হল বাংলাদেশি ট্রলার সহ প্রচুর ভারতীয় শাড়ি । শুক্রবার সারা রাত অভিযান চালিয়ে সাফল্য পেল কোস্টগার্ড ।
বেশ কিছুদিন ধরেই বঙ্গোপসাগর লাগোয়া কেন্দুয়া (কেঁদো) দ্বীপের কাছে বাংলাদেশি বোটের আনাগোনার খবর আসছিল । শুক্রবার রাতে টহল দেওয়ার সময় কেন্দুয়া দ্বীপের কাছে একটি ট্রলারকে দ্রুত যেতে দেখে কোস্টগার্ড । সন্দেহ হওয়ায় কালো পতাকা লাগানো বড় ট্রলারের পিছনে ধাওয়া করে কোস্টগার্ড । কোস্টকগার্ড ট্রলারটি পেলেও, ট্রলারে থাকা সাত থেকে আট পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে জঙ্গলে পালায় । সন্দেহ হওয়ায় কালো পতাকা লাগানো বড় ট্রলারের পিছনে ধাওয়া করে কোস্টগার্ড । কোস্টকগার্ড ট্রলারটি পেলেও, ট্রলারে থাকা সাত থেকে আট পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে বাঘের জঙ্গলে পালায় ।