ডায়মন্ডহারবার, 27 অগস্ট:অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশি মৎস্যজীবী । প্রাকৃতিক বিপর্যয়ে ট্রলার ডুবির পর (Trawler sank incident) সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল তাঁকে । দীর্ঘক্ষণ সমুদ্রে ভেসে থাকায় শরীরে ডিহাইড্রেশান হয়েছিল বলে খবর । সঙ্কটজনক অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় । এক সপ্তাহ ধরে চিকিৎসকদের অক্লান্ত চেষ্টার পরও শুক্রবার ওই বাংলাদেশি মৎস্যজীবীর মৃত্যু হয়েছে (Bangladeshi Fisherman Dies) ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।
মৃত বাংলাদেশি মৎস্যজীবীর নাম ইউনুস গাজী (47) । মৃত মৎস্যজীবীর বাড়ি বাংলাদেশের পটুয়াখালী জেলার বিপিনপুরে । মহিপুর মৎসবন্দর থেকে অন্যান্য বাংলাদেশি মৎসজীবীদের সঙ্গে ইউনুস ও মাছ ধরতে বের হয়েছিলেন সপ্তাহখানেক আগে । এরপর মৎস্যজীবীদের শারীরিক পরীক্ষার জন্য মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে আশঙ্কাজনক অবস্থায় অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে ভর্তি হয়েছিল ইউনুসও । ক্রমে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাঁকে ডায়মন্ডহারবার ম্যেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Diamond Harbour Government Medical College and Hospital) স্থানান্তরিত করা হয় ।
কাকদ্বীপ সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, "উদ্ধারের পর শারীরিক অসুস্থ ছিল ইউনুস গাজী । কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে থেকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ডহারবার জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সেখানে চিকিৎসা হচ্ছিল বাংলাদেশের উদ্ধার হওয়া মৎস্যজীবীর । এক সপ্তাহ ধরে চিকিৎসা করার পর অবশেষে মৃত্যু হয় ওই মৎস্যজীবীর । ইতিমধ্যেই ময়নাতদন্তের পর ওনার দেহ সংরক্ষণ করা থাকবে । দুই দেশের সরকারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হচ্ছে ৷ খুব তাড়াতাড়ি মৃতদেহ ও যে সকল মৎস্যজীবীরা উদ্ধার হয়েছে তাঁদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে ।"
এক বাংলাদেশি মৎস্যজীবীর মৃত্যু হল শনিবার আরও পড়ুন:বাংলাদেশের ট্রলার ডুবিতে উদ্ধার 114 মৎস্যজীবীদের রাখা হয়েছে কাকদ্বীপে
উল্লেখ্য, বাংলাদেশের ট্রলার ডুবির ঘটনায় পরপর কয়েকদিনে মোট 114 জন মৎস্যজীবী উদ্ধার করা হয়(total 114 fishermen rescued in trawler sank incident)৷ 18 অগস্ট বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের দাপটে বাংলাদেশের একের পর এক ট্রলার প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে ৷ ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে উপকূলরক্ষী বাহিনী উদ্ধার কাজে নামে । উদ্ধার কাছে হাত লাগায় ভারতের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীরাও ।