রায়দিঘি, 29 অগাস্ট : জলদস্যুদের হাত থেকে বাঁচতে ট্রলার থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন কয়েকজন বাংলাদেশি মৎস্যজীবী । তাঁদের মধ্যে একজনকে আজ উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা । ওই মৎস্যজীবীর নাম মহম্মদ নিজ়ামউদ্দিন । তিনি রায়দিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।
জলদস্যুদের হামলা থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ বাংলাদেশির, উদ্ধার করল ভারতীয় মৎস্যজীবীরা - দক্ষিণ 24 পরগণা
ভারত-বাংলাদেশের জলসীমায় ট্রলারে চেপে অন্য মৎসজীবীদের সঙ্গে মাছ ধরছিলেন বাংলাদেশের নিজ়ামউদ্দিন । সেই সময় একদল জলদস্যু হামলা চালিয়ে মৎস্যজীবীদের জাল কেটে দেয় । জলদস্যুরা ট্রলারে উঠতে শুরু করে । জীবন বাঁচাতে সেইসময় সমুদ্রতে ঝাঁপ দেন নিজ়ামউদ্দিন সহ অন্যান্য মৎস্যজীবী ।
ভারত-বাংলাদেশের জলসীমায় ট্রলারে করে অন্য মৎসজীবীদের সঙ্গে মাছ ধরছিলেন বাংলাদেশের নিজ়ামউদ্দিন । সেই সময় একদল জলদস্যু হামলা চালিয়ে মৎস্যজীবীদের জাল কেটে দেয় । জলদস্যুরা ট্রলারে উঠতে শুরু করে । জীবন বাঁচাতে সেইসময় সমুদ্রতে ঝাঁপ দেন নিজ়ামউদ্দিন সহ অন্যান্য মৎস্যজীবী ।
নিজ়ামউদ্দিন বলেন, "জীবন বাঁচাতে ট্রলার থেকে কয়েকজন মিলে ঝাঁপ দিয়েছিলাম । দুজনকে ভেসে থাকতে দেখতে পাই । সঙ্গীদের কোনও খোঁজ না পেয়ে আমি একাই ভাসতে ভাসতে কেঁজু দ্বীপে উঠি । পরদিন সকালে নদীতে একটি ট্রলার দেখে চিৎকার করতে থাকি । চিৎকার শুনতে পেয়ে মৎস্যজীবীরা আমাকে উদ্ধার করেন । পরে জানতে পারি একটি ভারতীয় ট্রলারের মৎস্যজীবীরা আমাকে বাঁচিয়েছেন । তাঁরা আমাকে পোশাক দিয়েও সাহায্য করেছেন । ওঁদের কাছে ঋণী থাকব ।"