পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bamunia Canal: সংস্কারের অভাবে মজে বামুনিয়া খাল, নিকাশি-সমস্যায় নাজেহাল স্থানীয়রা - Bamunia Canal is in trouble due to lack of renovation

সংস্কারের অভাবে মজে গিয়েছে খাল ৷ সংস্কার না হওয়ায় সমস্যায় পড়েছে এলাকাবাসী (Bamunia Canal) ৷

Bamunia Canal
সংস্কারের অভাবে মজে বামুনিয়া খাল

By

Published : Jul 24, 2022, 8:38 PM IST

ভাঙড়, 24 জুলাই: ভাঙড় 2 ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া বামুনিয়া খাল দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি বলে অভিযোগ । এই খালকে এলাকার নিকাশি ব্যবস্থার প্ৰধান মাধ্যম বলা যায় (Bamunia Canal)। খালটি মজে যাওয়ার কারণে দিনের পর দিন নিকাশি নিয়ে সমস্যা বেড়েই চলেছে ৷ অভিযোগ, একটু বর্ষাতেই ভাঙড়ের বামুনিয়া, চড়িশ্বর, কৃষ্ণমাটি-সহ একাধিক গ্রাম ভেসে যায় ৷ সাধারণ মানুষ বাড়ি থেকে বেরতে পারে না ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের করা হয় না এই খালটির । খাল সংস্কার না হওয়ার পাশাপাশি আরেকটি বড় সমস্যা হল খালের পারে রয়েছে খাটাল । সেই খাটালের নোংরা জল ও গোবর পড়ে আরও মজে যাচ্ছে খালটি । প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । খাল দখল করে গবাদিপশুর খাটাল তৈরি হয়েছে, শুধু তাই নয় গড়ে উঠেছে বড় বড় পাঁচিল ।

সংস্কারের অভাবে মজে বামুনিয়া খাল

আরও পড়ুন :সংস্কারের অভাবে মজে ডানকুনি ও সরস্বতী খাল, বারোমাস জলযন্ত্রণা পৌর এলাকায়

এক কথায় খাল মজে গিয়েছে বলা চলে । খালের পাড়ে থাকা একাধিক খাটাল থেকে গোবর ফেলে আরও বুজিয়ে দেওয়া হয়েছে ৷ অভিযোগ, আবর্জনায় ভর্তি হয়ে যাচ্ছে খালটি । তাই একটু বর্ষা হতেই খাল উপচে গিয়ে বন্যার আকার নেয় ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চল জুড়ে । এ বিষয়ে ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও কার্তিক চন্দ্র রায় জানান, খুব শীঘ্রই খাল সংস্কার করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details