বালুরঘাট, 16 অক্টোবর : সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরেও খুলে গেল স্কুল-কলেজ । সেই মতো মঙ্গলবার স্থানীয় খাদিমপুর উচ্চ বিদ্যালয় ও খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ও খুলল আজ থেকে ।
প্রসঙ্গত, শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী প্রতিটা স্কুল স্যানিটাইজ করা হয়েছে । নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বসানোর জন্য মানা হচ্ছে করোনা সংক্রান্ত দূরত্ববিধি । পাশাপাশি ছিল হাত স্যানিটাইজ করার ব্যবস্থা । ছিল থার্মাল গানের মাধ্যমে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা । দীর্ঘদিন বাদে স্কুলে আসতে পেরে স্বভাবতই খুশি স্কুলের ছাত্রীরা ।
আরও পড়ুন :Sukanta Majumder : জেলার বিভিন্ন স্টেশনের উন্নয়ন নিয়ে ডিআরএমের সঙ্গে বৈঠকে সুকান্ত মজুমদার
খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলভা মণ্ডল বলেন, ‘‘শিক্ষা দফতরের নির্দেশ মেনে আমরা সব ব্যবস্থা করেছি । এছাড়াও শ্রেণিকক্ষ ভাগ করে আলাদা ঘরে বসানো হচ্ছে মেয়েদের । প্রবেশের মুখে যেমন স্যানিটাইজার রাখা হয়েছে পাশাপাশি হাত ধোয়ার জন্য রাখা হয়েছে সাবানও ৷ প্রতিদিন বিদ্যালয় ছুটির পর স্যানিটাইজ করা হবে ক্লাসরুমগুলি ৷’’
তাছাড়া এদিন বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের তরফে ছাত্রীদের প্রবেশের সময় একটি কলম দিয়ে তাদের স্বাগত জানানো হয় । একই ব্যবস্থা ছিল খাদিমপুর উচ্চ বিদ্যালয়েও ৷ সেখানে পেনের সঙ্গে ছাত্রদের একটি করে গোলাপও দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন :Police Attacked: বংশীহারিতে সালিশিসভার নামে একজনকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ
ওই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র বিজয় চক্রবর্তী বলে, ‘‘দীর্ঘদিন পর বিদ্যালয় খোলায় ভাল লাগছে । এতদিন অনলাইনে নানা ক্লাস করলেও শিক্ষকদের সঙ্গে সামনাসামনি বিষয়গুলো বুঝে নেওয়া হয়নি । এছাড়াও প্রাক্টিক্যাল ক্লাসগুলি করা যাবে, তাতে আমাদের সুবিধাই হবে । বন্ধুদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করার সুযোগও পাওয়া যাবে ।’’
School Re-Open : কলম-গোলাপে বালুরঘাটে পড়ুয়াদের স্বাগত জানাল স্কুল