বালুরঘাট , 24 জুন : বালুরঘাট পৌরসভার সবথেকে বড় সমস্যা হল একটু বৃষ্টি হলেই জল জমে যায় । যা নিয়ে শহরবাসীর দুর্ভোগের শেষ নেই । অবশেষে শহরবাসীর দুর্ভোগ দূর করতে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে শহরের নিচু জায়াগায় বসানো হচ্ছে পাম্প । এর ফলে বৃষ্টির জমা জলে আর শহরের বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হবে না । এছাড়াও শহরের বিভিন্ন সুইচ বা লকগেটও সংস্কার করা হচ্ছে । পাশাপাশি , বালুরঘাট পৌরসভার ইঞ্জিনিয়র-সহ আট সদস্যের একটি কুইক রেসপন্স দল গঠন করা হয়েছে । বেশি বৃষ্টিতে জলমগ্ন এলাকাগুলিতে তদারকি করে জল নিষ্কাশনের ব্যবস্থা করবে এই দল । এছাড়াও বর্ষাকালে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে কন্ট্রোল রুম খোলা হয়েছে ।
প্রসঙ্গত, বাম আমলে বালুরঘাট শহরের জল দ্রুত বের করার জন্য মাস্টার প্লানের ড্রেন করা হয়েছিল । কিন্তু, বর্তমানে সেই মাস্টার প্ল্যানের ড্রেন বেশিরভাগই নোংরা আবর্জনায় ভরতি রয়েছে । এর ফলে একটু বৃষ্টিতে বালুরঘাট শহরের ত্রিধারা, নেপালিপাড়া , হাইস্কুল মাঠ , রঘুনাথপুর , উত্তমাশা , ডানলপ মোড় , তহবাজার , সাহেব কাছারি , সুকান্ত কলোনি , প্রশাসনিক ভবন চত্বরে জল জমে থাকে । সব থেকে বেশি জল জমা হয় ত্রিধারা ক্লাব, হাইস্কুল মাঠ ও নেপালিপাড়া এলাকায় । বেহাল নিকাশি ব্যবস্থার জন্য এমন জল জমা হয় বলেই অভিযোগ শহরবাসীর । বর্ষার শুরুতেই বেশ কয়েকবার শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছিল । এই অবস্থায় বালুরঘাট শহরে যাতে জল না জমে বা জমলেও সেই জল দ্রুত নিষ্কাশনের জন্য পাম্প বসাতে চলেছে বালুরঘাট পৌরসভা ।
পৌরসভার পক্ষ থেকে জানা গেছে , শহরের 10 টি নিচু এলাকার মধ্যে তিনটি এলাকায় স্থায়ীভাবে পাম্প রাখা হবে । এছাড়াও দুটি পাম্প ভাড়া নেওয়া হবে । পাশাপাশি একটি দল সেই কাজগুলি খতিয়ে দেখবে । প্লাস্টিকের দ্বারা যাতে ড্রেনগুলি বুজে না যায়, তা দেখা হচ্ছে । এছাড়াও বর্ষাকালে বিপর্যয় মোকাবিলায় সাধারণ মানুষের জন্য টোল ফ্রি নম্বর ও হোয়াটস অ্যাপ নম্বর চালু হয়েছে । নতুন এই ব্যবস্থার ফলে শহরে জল জমে থাকবে না বলেই দাবি পৌরসভা কর্তৃপক্ষের ।
বেহাল নিকাশি ব্যবস্থার জন্য জল জমে থাকে বলে অভিযোগ এই বিষয়ে বালুরঘাটের বাসিন্দা রণজিৎ মোহন্ত বলেন , "এখানে একটু হলেই জল জমে যায় । এক হাঁটু জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় । যাতায়াতে খুব সমস্যা হয় । এখানে যদি পাম্প বসানো হয় তাহলে ভালোই হবে । আমাদের সুইচ গেটগুলির সংস্কারের কাজও শুরু হয়েছিল । কিন্তু, হঠাৎ করে লকডাউনের কারণে সব বন্ধ হয়ে যায় । তাই সুইচ গেটগুলি সংস্কার করা হলে সমস্যার অনেকটাই সমাধান হবে । শহরে তাহলে আর কোনও সমস্যা থাকবে না ।"
এবিষয়ে বালুরঘাট পৌরসভার প্রাক্তন RSP চেয়ারপার্সন সুচেতা বিশ্বাস বলেন, "যখন আমরা পৌরবোর্ডে ছিলাম , তখন আমরা এমনভাবে ড্রেন করেছিলাম যাতে অল্প কিছুক্ষণের মধ্যেই জল নেমে যেত । আর এখন দেখা যাচ্ছে একটু বৃষ্টি হলেই জমে থাকছে । আগে যেসব জায়গায় জল জমত না সেখানেও এখন জল জমছে । পাম্প বসিয়ে এর কোনও স্থায়ী সমাধান হবে না । এর জন্য বর্ষার আগে শহরের ড্রেনগুলি ভালোভাবে পরিষ্কার করার দরকার ছিল । সুইচ বা লক গেটের সামনে আটকে থাকা নোংরা আবর্জনা পরিস্কার করতে হবে । তাহলেই শহরের জল জমবে না । পাম্পের মাধ্যমে সাময়িক সমাধান হবে । ড্রেনগুলি পরিষ্কার করলেই সমস্যার সমাধান হবে ।"
অন্যদিকে, বালুরঘাট পৌরসভার পৌরপ্রশাসক তথা সদর মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন, "আমরা এই মাসের শুরুর দিকে এই বিষয়ে বৈঠকে বসেছিলাম । যেখানে জল জমে যায় এরকম 10 টি নিচু এলাকা চিহ্নিত করা হয়েছে । সেখানে জল নিষ্কাশনের জন্য এইবছর পাম্পের ব্যবস্থা করা হবে ৷ নিচু জায়গা রয়েছে এমন তিনটি স্থানে বসানো হবে পাম্প । পাঁচ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন পাম্প বসানো হবে । জল জমে গেলে পাম্পের মাধ্যমে সেই জল টানেল বা বড় ড্রেনের মাধ্যমে আত্রেয়ী নদীতে ফেলা হবে । এছাড়াও দ্রুত জল নিষ্কাশনের জন্য আট জন সদস্যদের একটি টিম গঠন করা হয়েছে । পাশাপাশি একটি হোয়াটস অ্যাপ নম্বর এবং একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে । এছাড়াও বর্ষাকালে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে । বালুরঘাট পৌরসভা সবরকমভাবে প্রস্তুত রয়েছে ।"