নোদাখালি, 1 ডিসেম্বর : দক্ষিণ 24 পরগনার নোদাখালিতে বাজি কারখানায় বিস্ফোরণে 3 জনের মৃত্যু (Balst at Fireworks Factory) ৷ নোদাখালি থানার সোনাড়িয়া মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে (Balst at Fireworks Factory in Nodakhali) ৷ পুলিশের তরফে বিস্ফোরণের কথা স্বীকার করা হলেও, প্রাণহানির বিষয়টি এখনও নিশ্চিত করেননি তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, সোনাড়িয়া মোড়ের বাসিন্দা অসীম মণ্ডল বাড়িতেই বেআইনিভাবে বাজি তৈরি করতেন ৷ আজ সকাল 8টা নাগাদ বাজি তৈরি করার সময় পরপর তিনটি বিস্ফোরণ (Nodakhali Blast) হয় বলে জানিয়েছেন স্থানীয়রা ৷
পুলিশ সূত্রে খবর, বাড়ির মধ্যে বাজি কারখানা খুলেছিলেন অসীম মণ্ডল ৷ বুধবার সকালে সেই বাজি কারখানাতেই কাজ চলছিল ৷ তখনই 3টি বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের বাড়িঘরও কেঁপে ওঠে ৷ বিস্ফোরণের পর লোকজন বাড়িটির কাছে গিয়ে জড়ো হয় ৷ ধোঁয়ায় চারদিক ঢেকে গিয়েছিল ৷ বাড়িটি দাউদাউ করে জ্বলছিল বলে জানা গিয়েছে ৷ বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷
আরও পড়ুন : Budge Budge Blast : বজবজে পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত এক