বকখালি, 6 সেপ্টেম্বর: দিঘা, পুরীর মতোই বাঙালির ভ্রমণপিপাসুদের অন্যতম ডেস্টিনেশন হল দক্ষিণ 24 পরগনার বকখালি। দক্ষিণ 24 পরগনার এই পর্যটন কেন্দ্রে সারা বছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় বদলাচ্ছে সমুদ্র। শীতকালে যে বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়ে ও পর্যটকদের কোলাহলে গমগম করত, সেখানে এখন শ্মশানের নিস্তব্ধতা।
যশ-আমফান থেকে শুরু করে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় বকখালির ঝাউবন থেকে শুরু করে অধিকাংশ জিনিসই ধ্বংস হয়ে গিয়েছে। ফলে বকখালির শোভা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। সেটাও পর্যটক কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন হোটেল ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। তাঁরা দাবি করছেন, প্রশাসনের তরফে ড্রেজিংয়ের বন্দোবস্ত করা হলে সমুদ্র আরও কাছে চলে আসবে এবং পর্যটকদের ভিড় বাড়বে।
বকখালি সমুদ্রে সৈকত লাগোয়া বিস্তীর্ণ এলাকাজুড়ে চর পড়ে গিয়েছে। ফলে এখন বকখালি পিকনিক স্পট আকর্ষণ হারাচ্ছে। দ্রুত চর কেটে পরিকাঠামোর উন্নয়ন করে পর্যটকদের কাছে আকর্ষণ বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। শুধু তাই নয়, ভরা অমাবস্যা বা পূর্ণিমার কোটালে সমুদ্রের জল এতটাই নেমে যায় তখন আরও এগিয়ে গিয়ে তবেই সমুদ্রে নামা যায়। সৈকতের সামনে প্রায় 50 মিটার সরু ও লম্বা খাল তৈরি হয়েছে। ওই খালই মরণফাঁদে পরিণত হয়েছে।