পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিঘার পর বকখালিতেও উপচে পড়া ভিড়, উধাও স্বাস্থ্যবিধি - উধাও স্বাস্থ্যবিধি

রবিবার সকাল থেকেই বকখালি সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন অসংখ্য পর্যটক । এইসঙ্গে উধাও করোনার স্বাস্থ্যবিধি । মাস্ক নেই অধিকাংশের মুখে, দূরত্ববিধিও মানা হচ্ছে না ৷

ে
s

By

Published : Jul 18, 2021, 6:28 PM IST

বকখালি, 18 জুলাই : দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসতেই পথে নেমেছে ভ্রমণপিপাসু বাঙালি ৷ দিঘার সমুদ্র সৈকত দেখা গিয়েছে উপচে পড়া ভিড় ৷ যার জেরে সৈকতে প্রবেশের নিয়মে কড়াকড়ি শুরু করেছে প্রশাসন ৷ এবার বকখালিতেও দেখা গেল পর্যটকদের উপচে পড়া ভিড় ৷

কলকাতা লাগোয়া অন্যতম পর্যটনকেন্দ্র বকখালি । রবিবার সকাল থেকেই বকখালি সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন অসংখ্য পর্যটক । সেইসঙ্গে উধাও করোনার স্বাস্থ্যবিধি । মাস্ক নেই অধিকাংশের মুখে, দূরত্ববিধিও মানা হচ্ছে না ৷ প্রাক করোনা পর্বের মতোই সমুদ্র সৈকতে স্নান থেকে খেলাধুলোয় মেতে উঠতে দেখা গেল আট থেকে আশিকে । যদিও বিধিনিষেধের নির্দেশিকা রয়েছে প্রশাসনের ৷ তবে তার তোয়াক্কা না করেই সপ্তাহান্তে আনন্দে মশগুল পর্যটকেরা।

দিঘার পর বকখালিতেও উপচে পড়া ভিড়

আরও পড়ুন: Digha Tourism : বাড়ল কড়াকড়ি, নির্দেশিকা না মানলে দিঘা গেটে নো এন্ট্রি

এদিন বকখালি সমুদ্র সৈকতে দেখা মেলেনি কোনও প্রশাসনিক আধিকারিকের । যদিও করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী, বলছেন বিশেষজ্ঞরা ৷ এর পরও উদাসীনতার ছবিই ধরা পড়ল বকখালিতে।

ABOUT THE AUTHOR

...view details