বকখালি, 7 সেপ্টেম্বর: লকডাউন তো ছিলই ৷ মরার উপর খাঁড়ার ঘা বসিয়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ৷ জোড়া ফলায় দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে ছন্দে ফিরছে বকখালি পর্যটন কেন্দ্র । শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা । সমুদ্র সৈকতে পা ভিজিয়ে ঘুরে বেড়ানোর আমেজ নিচ্ছেন মানুষজন ৷ বকখালির অন্যতম আকর্ষণ ডিয়ার পার্ক (Bakkhali Deer Park) ও ইকো ট্যুরিজম পার্ক (Eco Tourism Park) । কিন্তু বর্তমানে এই পার্ক দু’টি বন্ধ হয়ে রয়েছে । তাতেই হতাশ পর্যটকরা (Tourists Disappointed) ।
সমুদ্র সৈকতে সময় কাটানো ছাড়াও সবার খুবই পছন্দের জায়গা ছিল ডিয়ার পার্ক । জঙ্গলঘেরা বিস্তীর্ণ এলাকায় পর্যটকদের সঙ্গে লুকোচুরি খেলত প্রচুর হরিণ ৷ জলাশয়ে দেখা মিলত কুমিরের । ডিয়ার পার্ক দিয়ে কিছুটা এগিয়ে ঝাউগাছ ঘেরা জঙ্গলের মধ্যে ইকো ট্যুরিজম ম্যানগ্রোভ পার্কেও পর্যটকদের ভিড় লেগে থাকত । ওই পার্কের জন্য জঙ্গলের প্রায় 3 কিলোমিটার এলাকা ঘিরে রাখা হয়েছিল । পার্কে সময় কাটানোর জন্য কাঠের ছোট ছোট 10টি ক্যাম্প তৈরি করা হয়েছিল । সেখানে বসার জায়গা, শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছিল । ম্যানগ্রোভ পার্কের মধ্যে তৈরি হয়েছিল প্রায় 45 ফিট উচ্চতার কাঠের ওয়াচ টাওয়ার ।
আরও পড়ুন:Sujan Chakraborty : শুভেন্দুকে সমর্থন, উপনির্বাচনকে "ভবানীপুর স্পেশ্যাল সিদ্ধান্ত" বলে কটাক্ষ সুজনের