পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bakkhali Deer Park: বন্ধ বকখালির ডিয়ার পার্ক, হতাশ পর্যটকেরা

বিধ্বংসী ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে বকখালির ডিয়ার পার্ক (Bakkhali Deer Park) ও ইকো ট্যুরিজম পার্ক (Eco Tourism Park)। ফলে পার্ক দু‘টি বন্ধ রয়েছে ৷ দীর্ঘদিন পর বকখালি পর্যটন কেন্দ্র খোলায় পর্যটকদের আনাগোনা শুরু হলেও পার্ক দুটি বন্ধ থাকায় হতাশ (Tourists Disappointed) সবাই ৷

bakkhali-deer-park-and-eco-tourism-park-closed-tourists-disappointed
বন্ধ বকখালির ডিয়ার পার্ক, হতাশ পর্যটকেরা

By

Published : Sep 7, 2021, 3:31 PM IST

Updated : Sep 8, 2021, 8:44 AM IST

বকখালি, 7 সেপ্টেম্বর: লকডাউন তো ছিলই ৷ মরার উপর খাঁড়ার ঘা বসিয়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ৷ জোড়া ফলায় দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে ছন্দে ফিরছে বকখালি পর্যটন কেন্দ্র । শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা । সমুদ্র সৈকতে পা ভিজিয়ে ঘুরে বেড়ানোর আমেজ নিচ্ছেন মানুষজন ৷ বকখালির অন্যতম আকর্ষণ ডিয়ার পার্ক (Bakkhali Deer Park) ও ইকো ট্যুরিজম পার্ক (Eco Tourism Park) । কিন্তু বর্তমানে এই পার্ক দু’টি বন্ধ হয়ে রয়েছে । তাতেই হতাশ পর্যটকরা (Tourists Disappointed) ।

সমুদ্র সৈকতে সময় কাটানো ছাড়াও সবার খুবই পছন্দের জায়গা ছিল ডিয়ার পার্ক । জঙ্গলঘেরা বিস্তীর্ণ এলাকায় পর্যটকদের সঙ্গে লুকোচুরি খেলত প্রচুর হরিণ ৷ জলাশয়ে দেখা মিলত কুমিরের । ডিয়ার পার্ক দিয়ে কিছুটা এগিয়ে ঝাউগাছ ঘেরা জঙ্গলের মধ্যে ইকো ট্যুরিজম ম্যানগ্রোভ পার্কেও পর্যটকদের ভিড় লেগে থাকত । ওই পার্কের জন্য জঙ্গলের প্রায় 3 কিলোমিটার এলাকা ঘিরে রাখা হয়েছিল । পার্কে সময় কাটানোর জন্য কাঠের ছোট ছোট 10টি ক্যাম্প তৈরি করা হয়েছিল । সেখানে বসার জায়গা, শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছিল । ম্যানগ্রোভ পার্কের মধ্যে তৈরি হয়েছিল প্রায় 45 ফিট উচ্চতার কাঠের ওয়াচ টাওয়ার ।

ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে পার্ক ৷

আরও পড়ুন:Sujan Chakraborty : শুভেন্দুকে সমর্থন, উপনির্বাচনকে "ভবানীপুর স্পেশ্যাল সিদ্ধান্ত" বলে কটাক্ষ সুজনের

সম্প্রতি ঘূর্ণিঝড় যশে তছনছ হয়ে গিয়েছে পার্ক দু’টি । জলের তোড়ে ডিয়ার পার্কের প্রাচীর ভেঙে পড়ায় সমস্ত হরিণ ও কুমির ভেসে যায় । ভেঙে তছনছ হয়ে যায় ট্যুরিজম পার্কের ক্যাম্পগুলিও । কাঠের ওয়াচটাওয়ারটি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে । ফলে দু’টি পার্কই বন্ধ রাখা হয়েছে । হতাশ হয়ে ফিরতে হচ্ছে পর্যটকদের ।

যশের তাণ্ডবের ছবি ৷

আরও পড়ুন :Abhishek Banerjee : জীবন দেব, মাথা নত করব না; ইডির জেরার পর বিজেপিকে হুঙ্কার অভিষেকের

বন দফতরও স্বীকার করে নিয়েছে, পর্যটকরা অনেকেই হরিণ-কুমিরের পার্কের কথা জানতে চাইছেন । বন্ধ থাকায় হতাশ হচ্ছেন । নামখানার বিডিও শান্তনু ঠাকুর সিংহ অবশ্য আশার কথা শুনিয়ে বলেছেন, “প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কার্যত তছনছ হয়ে গিয়েছে বকখালির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ডিয়ার পার্ক । নতুন করে ম্যানগ্রোভ বসিয়ে জঙ্গল সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে । খুব দ্রুত বন দফতর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে ডিয়ার পার্ক তার হারানো জৌলুস ফিরে পাবে, আবারও তার আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকরা ।

বন্ধ বকখালির ডিয়ার পার্ক, হতাশ পর্যটকেরা

আরও পড়ুন:West Bengal corona update : টেস্ট কমতেই একধাক্কায় সংক্রমণ কমে পাঁচশোর ঘরে, বাড়ল মৃত্যু

Last Updated : Sep 8, 2021, 8:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details