অয়ন সম্পর্কে নয়া তথ্য হাতে এল ইডির ডায়মন্ড হারবার, 23 মার্চ: অয়নের দুর্নীতির জালের প্রভাব ডায়মন্ড হারবারেও। নিয়োগ দুর্নীতিতে একের পর এক জড়িয়ে পড়ছে শাসকদলের একাধিক নেতা-নেত্রীর নাম। তদন্ত নেমে তদন্তকারী অফিসারের হাতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল ডায়মন্ড হারবার পৌরসভার। ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন অয়ন শীল। আর এই অয়নের সূত্র ধরেই রাজ্যের একাধিক পৌরসভায় নিয়োগে দুর্নীতির তথ্য ইডির হাতে উঠে এসেছে। এবার জানা গেল ডায়মন্ড হারবার পৌরসভার নিয়োগের প্রশ্নপত্রেরও (Ayan Shil Got the Tender of Question Papers) বরাদ পেয়েছিল অয়নের সংস্থা ৷
ইডি সূত্রে খবর, 2016 সালে ডায়মন্ড হারবার পৌরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে 17 জনকে নিয়োগ করা হয়। এর মধ্যে 5 জন আবার ডায়মন্ড হারবারের বাইরের বাসিন্দা বলে অভিযোগ। চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য প্রশ্নপত্রের বরাত পেয়েছিল অয়ন শীলের সংস্থা। যদিও তৎকালীন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান মীরা হালদার অয়ন শীলকে চিনতেন না বলে দাবি করেছেন। এখন তিনি পৌরসভার 10 নম্বর ওর্য়াডের কাউন্সিলর ।
আরও পড়ুন:অয়ন ও শ্বেতার সম্পর্কের শুরু বলাগরে, ঘনিষ্ঠ হতে সময় লাগেনি বেশি
এবিষয়ে তিনি বলেন, "সমস্ত স্বচ্ছতা সামনে রেখেই নিয়োগ হয়েছে। আমরা দুর্নীতির হাত থেকে বাঁচতে একটি সংস্থাকে বরাদ দিই প্রশ্নপত্র তৈরি করার জন্য। কিন্তু ওই সংস্থা অয়ন শীলের তা আমরা জানতাম না। আমাদের পৌরসভায় নিয়োগে কোনও দুর্নীতি হয়নি। সেটা আমি জোর গলায় বলতে পারি। দুর্নীতিতে আমি নেই। তাই যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয় সেই জন্য ব্যবস্থা নিয়েছিলাম। বিভিন্নভাবে বিজ্ঞাপনের মাধ্যমে ওই সংস্থার সঙ্গে তখন যোগাযোগ হয়েছিল। 2016 সালে পরীক্ষা হয়। নিয়োগ হতে হতে আরও একবছর লাগে ৷ 15 জন মনে হয় নিয়োগ হয়েছিলেন। একজন সরে যান। এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গাই নেই। প্রত্যেক প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন কেউ কোনও টাকা দিয়েছিলেন কিনা।
এনিয়ে ডায়মন্ড হারবারের সিপিএম নেতা দেবাশিস ঘোষ বলেন, চোখের সামনে যা দেখছি তা দেখে মনে হচ্ছে তৃণমূল দলটাই দুর্নীতিগ্রস্ত। ডায়মন্ড হারবার পৌরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছে সেই নিয়ে বারবার আমরা আন্দোলন করেছি। ডায়মন্ড হারবার পৌরসভার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখেনি শাসকদল। তদন্তে একে একে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসছে। অন্যদিকে, বিজেপি নেতা সুফল ঘাটু বলেন, "60-70টা পৌরসভায় প্রায় 5 হাজার লোক নিয়োগ হয়েছে, সেটা ইডি আদালতে জানিয়েছে। তাতে ডায়মন্ড হারবারেরও নাম আছে। 2016 সালে 16 জনের মতো নিয়োগ হয়েছে, সে নিয়োগে অস্বচ্ছতা থাকলে থাকতেও পারে। নাম যখন এসেছে কিছু তো একটা হয়েছে। খুঁজে দেখা হোক।
আরও পড়ুন:প্রোমোটার, টলিউডে যোগ, আইটি সংস্থার পর হোটেল ব্যবসার খোঁজ, অয়নের 'বহুমুখী প্রতিভা'য় অবাক তদন্তকারীরা
যদিও এই বিষয়ে ডায়মন্ড হারবার পৌরসভা বর্তমান চেয়ারম্যান প্রণব দাস বলেন, "নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ডায়মন্ড হারবার পৌরসভার স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে। পৌরসভার কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনও প্রকার দুর্নীতি হয়নি। ডায়মন্ড হারবার পৌরসভা কোনও নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। স্বচ্ছতার সঙ্গে ডায়মন্ড হারবার পৌরসভায় কর্মী নিয়োগ হয়েছে ৷