বারুইপুর, 21 মে : যেখানে সেখানে ফেলে দেওয়া হয় পুজোর ফুল ৷ ফলে পুজোর ফুল ও অন্যান্য উপকরণ থেকে ছড়াতে পারে করোনা সংক্রমণ ৷ এই বিষয়ে পুরোহিতদের নিয়ে ফোনের মাধ্যমে সচেতনমূলক শিবির করলেন চিকিৎসক ইন্দ্রনীল বর্গী ৷ 98 জন পুরোহিতকে নিয়ে এই শিবির করেছেন বারুইপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ৷
মন্দিরগুলিতে এখন ভক্তের সমাগম নিষিদ্ধ রয়েছে ৷ ভক্তরা না এলেও মন্দিরে পুজো করেছেন সেখানকার স্থায়ী পুরোহিতরা ৷ পুজাের উপকরণ যেখানে-সেখানে ফেলে দেওয়ার কারণে সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য পুরোহিতদের সচেতন করার প্রয়োজন ছিল ৷ পুজোর উপকরণ কোথায় ফেলবেন, কীভাবে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন পুরোহিতরা, এসব নিয়ে সচেতন করলেন বারুইপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল বর্গী ৷ বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুন্ডু এবং ভিশন ইন্ডিয়ার যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্টের 98 জন পুরোহিতকে নিয়ে এই শিবির করা হয় ৷