পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধের ডাক বজবজ অটো ইউনিয়নের - বজবজ অটো ইউনিয়ন

বজবজ রুটের অটোচালকরা অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধের ডাক দিলেন ৷ তাঁদের দাবি, এই বজবজের 6টি রুটের মধ্যে অন্যান্য রুটের 4টি অটো চলাচল করছিল ৷ যার জেরে রোজগারে টান পড়ছিল তাঁদের ৷ বারবার অটো ইউনিয়নের সেক্রেটারিকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তার জেরেই তাঁদের এই সিদ্ধান্ত ৷

অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধের ডাক বজবজ অটো ইউনিয়নের
অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধের ডাক বজবজ অটো ইউনিয়নের

By

Published : Apr 30, 2021, 2:09 PM IST

বজবজ, 30 এপ্রিল : অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধ করার ডাক দিল বজবজ কোমাগাতামারু স্টেশন সংলগ্ন ছটি রুটের অটো চালকরা ৷ এই রুটে মোট 311টি অটো চলাচল করে ৷ অটো বন্ধের জেরে সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রীরা ৷ তাঁদের দাবি মানা না হলে ধর্মঘটে নামারও ডাক দেন তাঁরা ৷

তাঁদের অভিযোগ, ওই 6টি রুটের সেক্রেটারি ময়ুখ শেখ ৷ তাঁর জন্য অবৈধ ও অন্য রুট থেকে আসা অটোর সংখ্যা বেড়েই চলেছিল এই রুটগুলিতে ৷ বারবার তাঁকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তাই অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷

তাঁদের আরও অভিযোগ, সারাদিন খেটে অটোচালকরা 400 টাকা পর্যন্ত পান না ৷ তার উপর অন্য রুটের আরও 4টি অটো সংশ্লিষ্ট রুটের মধ্যে ঢুকে পড়ায় নিত্যদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে চালকদের ৷ এর জন্য সংশ্লিষ্ট রুটের সেক্রেটারিকেই দায়ী করেছেন তাঁরা ৷ অন্যান্য রুটের অটো চালকদের কাছ থেকে কাটমানি খাওয়ার অভিযোগ তোলেন তাঁরা ৷

অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধের ডাক বজবজ অটো ইউনিয়নের

আরও পড়ুন :প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের নিয়ে আজ ভার্চুয়াল বৈঠক করবেন মমতা

যাত্রীদের অভিযোগ, অটো বন্ধ হওয়ায় নিত্যযাতায়াতের ক্ষেত্রে তাঁদের সমস্যায় পড়তে হবে ৷ কবে এই সমস্যার সমাধান হবে তারই দিন গুনছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details