কুলতলি, ৩ মার্চ : অটো রিকশায় বসাকে কেন্দ্র করে যাত্রীর হাতে আক্রান্ত অটোচালক। আক্রান্ত চালকের নাম সঞ্জয় সর্দার। অভিযোগ, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেধড়ক মারধর করা হয় চালককে। কুলতলি থানায় ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্ত অটোচালক।
অন্য যাত্রীর আসনে বসতে বাধা, অটোচালককে মারধর - passenger
অটো রিকশায় বসাকে কেন্দ্র করে যাত্রীর হাতে আক্রান্ত অটোচালক।
গতকাল সঞ্জয় জয়নগর থেকে জামতলা যাত্রী নিয়ে যাওয়ার জন্য জয়নগর রেল স্টেশনের কাছে অটোস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। সেই সময় এক যাত্রী অটোর পিছনের সিটে বসার জন্য ব্যাগ রেখে পানীয় জল আনতে যায়। এরপর অপর এক যাত্রী এসে একই সিটে বসতে চাইলে সঞ্জয় আপত্তি জানান। তা নিয়ে বচসা বাধে। এরপর ওই যাত্রী অন্য অটোয় চেপে জামতলায় পৌঁছে সঙ্গীদের ডেকে সঞ্জয়ের উপর চড়াও হয়। বেধড়ক মারতে করা হয় অটোচালককে। খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছে জখম অটোচালককে নিয়ে জয়নগর গ্রামীণ হাসপাতালে ভরতি করে।
আক্রান্ত অটোচালক কুলতলি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।