গঙ্গাসাগর, 16 মার্চ : গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, পর্যন্ত প্রায় 4040 কিলোমিটার পায়ে হেঁটে নজির গড়লেন অতুল কুমার চোকসি । লক্ষ্য, গঙ্গাকে দূষণমুক্ত করার বার্তা দেওয়া ৷ 40 বছরের অতুল পেশায় একজন কম্পিউটার টিচার, নেশায় আলট্রা ম্যারাথন রানার (Atul Choksi travels from Gangotri to Gangasagar) ।
নাগপুরের এই বাসিন্দা এর আগে 55 ডিগ্রি তাপমাত্রার থর মরুভূমি, হিমশীতল সিয়াচেন হিমবাহ পেরিয়েছেন । এবার 165 দিন একটানা পায়ে হেঁটে গঙ্গাসাগর যাত্রা করলেন তিনি । পথে দেখা হচ্ছে বিভিন্ন লোকের সঙ্গে, যাঁদের পোশাক, ভাষা, খাদ্যাভাস সবই আলাদা ৷ বৈচিত্রের মধ্যে ঐক্য, চলতে চলতে ভারতবর্ষের এই সংস্কৃতির সঙ্গেও একাত্ম হয়ে পড়ছেন অতুল ৷