গড়িয়া, 18 ডিসেম্বর : গড়িয়ায় আজ দুপুর তিনটে নাগাদ একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার দপ্তরে ডাকাতির চেষ্টা হয় । সংস্থার অফিসে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা করে দুই দুষ্কৃতী ৷ তবে অ্যালার্ম বেজে ওঠায় পালিয়ে যায় তারা ৷ ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷
গড়িয়ায় বেসরকারি সংস্থার অফিসে ডাকাতির চেষ্টা - নরেন্দ্রপুর থানা
দুষ্কৃতীরা একটি বাইকে করে এসেছিল বলে জানা গিয়েছে ৷ বাইকটি রাখা ছিল সংস্থার পাশের গলিতে ৷ মুখে রুমাল বেঁধে সংস্থার অফিসে ঢোকে তারা ৷ তাদের নিরাপত্তারক্ষী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকায় দুষ্কৃতীরা ৷
দুষ্কৃতীরা একটি বাইকে করে এসেছিল বলে জানা গিয়েছে ৷ বাইকটি রাখা ছিল সংস্থার পাশের গলিতে ৷ মুখে রুমাল বেঁধে সংস্থার অফিসে ঢোকে তারা ৷ তাদের নিরাপত্তারক্ষী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকায় দুষ্কৃতীরা ৷
দুই দুষ্কৃতীর হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গিয়েছে ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে সংস্থার দপ্তরে থাকা পাঁচকর্মীকে ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা করে তারা ৷ ঘটনার সময় সংস্থার অফিসে দু'জন গ্রাহকও ছিল ৷ পুরো ঘটনাটি ধরা পড়েছে CCTV ক্যামেরায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷