পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডায়মন্ডহারবারে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত অধরা - south 24 paragana

ডায়মন্ডহারবারের বাহাদুরপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ । ডায়মন্ডহারবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

diamond harbour
ডায়মন্ডহারবার

By

Published : Jan 10, 2021, 7:42 AM IST

ডায়মন্ডহারবার, 10 জানুয়ারি : নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ডায়মন্ডহারবারের বাহাদুরপুরে ৷ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তিনদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন নাবালিকার পরিবারের সদস্যরা ৷

ওই নাবালিকা ডায়মন্ডহারবার গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে ৷ তার বাবা পেশায় রাজমিস্ত্রি ৷ টিউশন থেকে ফেরার সময় তার পথ আটকায় এক ব্যক্তি ৷ পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ৷ অপরদিকে, অনেকক্ষণ পরও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন তার পরিবারের সদস্যরা ৷ বাড়ি থেকে কিছুটা দূরে তার সাইকেল পড়ে থাকতে দেখেন তাঁরা ৷ এরপরই জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয় ৷ ঘটনার পরই ডায়মন্ডহারবার থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে ৷

ঘটনার তিনদিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ৷ ক্ষোভপ্রকাশ করেছেন পরিবারের সদস্যরা ৷ এই বিষয়ে ডায়মন্ডহারবার জেলার এক পুলিশ আধিকারিক বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : শহরের মাঝে এক টুকরো সবুজে মোড়া রডন স্কোয়ার, উদ্বোধনে ফিরহাদ হাকিম

এদিকে রাস্তার প্রায় অধিকাংশ জায়গাতেই আলো নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ অভিযোগ, কয়েকদিন ধরেই এলাকায় মদ, গাঁজার আসর বসাচ্ছে অপরিচিত যুবকরা ৷ এমনকী পঞ্চায়েত প্রতিনিধিদের বিষয়টি জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details