পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল উপপ্রধানের উপর হামলা, অভিযোগের তির আইএসএফ-এর দিকে

এদিন দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ে তৃণমূল উপপ্রধান খতিব সর্দার ও তাঁর অনুগামীরা ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের জন্য জমি চিহ্নিত করতে যান । সেই সময় কুড়ি-পঁচিশ জন আইএসএফ কর্মী লোহার রড-লাঠি নিয়ে তাঁর ওপর হামলা করে বলে অভিযোগ । মারধর করার পাশাপাশি খতিব সর্দারের গাড়িটিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । ঘটনায় তৃণমূলের আরও ৬ জন কর্মী আহত হন ।

তৃণমূল উপপ্রধানের উপর হামলা,অভিযোগের তির আইএসএফ এর দিকে
তৃণমূল উপপ্রধানের উপর হামলা,অভিযোগের তির আইএসএফ এর দিকে

By

Published : Jun 27, 2021, 9:21 PM IST

ক্যানিং, ২৭ জুন : রাজ্যে ভোট মিটে গেলেও হিংসা বন্ধ হয়নি । ক্যানিংয়ের ইটখোলা গ্রামে তৃণমূলের উপপ্রধান খতিব সর্দার-সহ তাঁর অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে । রবিবার বুধখালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান খতিব সর্দার ও তাঁর অনুগামীরা ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের জন্য জমি চিহ্নিত করতে যান ।

অভিযোগ, সেই সময়ে আচমকাই কুড়ি-পঁচিশ জন আইএসএফ কর্মী লোহার রড-লাঠি নিয়ে হামলা করে তাঁর ওপর । মাথায় চোট পান তৃণমূল উপপ্রধান । মারধর করার পাশাপাশি খতিব সর্দারের গাড়িটিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । দুষ্কৃতীদের হামলায় তৃণমূলের ৬ জন কর্মী আহত হন । সকলেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

আক্রান্ত উপপ্রধান খতিব সর্দারের কথায়, “আমরা প্ল্যান্টেশনের কাজে যাচ্ছিলাম । তখন হঠাৎ করে আইএসএফের লোকেরা হামলা করে । আমার মাথায় লাঠি দিয়ে মারে । আমার সঙ্গীদেরকেও মারা হয় । আইএসএফের নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে ।”

তৃণমূল বিধায়ক পরেশরাম দাস বলেন, “আমরা খোঁজখবর চালাচ্ছি । কে বা কারা এই কাজটা করেছে তা দেখছি ।” যদিও, এই ঘটনায় আইএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

তৃণমূল উপপ্রধানের উপর হামলা অভিযোগের তির আইএসএফ এর দিকে

আরও পড়ুন...নতুন ব্রিজ তৈরিতে ঢিলেমি, চন্দ্রকোণায় বসে গেল পুরনো ব্রিজ

উল্লেখ্য, নির্বাচনের সময় থেকেই আব্বাস সিদ্দিকির দল আইএসএফের সঙ্গে তৃণমূলের বিরোধ অব্য়াহত । ভাঙড় ও ক্যানিং এলাকায় ভোটের পরেও একের পর এক সন্ত্রাস ও হিংসার ঘটনার একাধিক ছবি সামনে এসেছে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details