পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attack on TMC Leader: প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে ধারালো অস্ত্রের আঘাত বাসন্তীতে, অভিযুক্তের বাড়িতে আগুন - উত্তপ্ত বাসন্তী

পঞ্চায়েতের বোর্ড গঠনের মাঝেই উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী ৷ এখানকার সোনাখালী এলাকায় তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ উঠেছে আরএসপি'র বিরুদ্ধে ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 9, 2023, 6:12 PM IST

Updated : Aug 9, 2023, 6:37 PM IST

প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে ধারালো অস্ত্রের আঘাত বাসন্তীতে

বাসন্তী, 9 অগস্ট:চায়ের দোকানে বসে চলছিল আলাপ-আলোচনা । আর তখনই হঠাৎ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের উপর চড়াও হয় কয়েকজন ৷ ওই ব্যক্তির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক দুষ্কৃতী ৷ বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার সোনাখালি এলাকায় । এই আক্রমণকারীরা আরএসপি আশ্রিত সমাজবিরোধী বলে দাবি তৃণমূলের । আহত ব্যক্তির নাম সিদাম মন্ডল । তিনি বাসন্তী গ্রাম পঞ্চায়েতের গতবারের বিদায়ী বোর্ডের প্রধান ছিলেন ৷ আশঙ্কাজনক অবস্থায় তৃণমূলের এই নেতাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন বাসন্তীতে বোর্ড গঠন চলছিল । সেখানেই দীর্ঘক্ষণ ছিলেন বাসন্তীর প্রাক্তন পঞ্চায়েত প্রধান সিদাম মন্ডল । সিদাম সেখান থেকে বেশ কিছুক্ষণের জন্য চায়ের দোকানে এসেছিলেন চা খেতে । আর সেখানে কয়েকজন যুবকের সঙ্গে হঠাৎই রাজনৈতিক বিষয় নিয়ে তাঁর তর্ক বিতর্ক শুরু হয় । তার মধ্যে এক যুবক সিদামকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে গলায় । এর ফলে রক্তাত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন চায়ের দোকানের মধ্যেই । স্থানীয় কয়েকজন তাঁকে প্রথমে উদ্ধার করে বাসন্তী হাসপাতালে নিয়ে যায়, সেখানে থেকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক হাসপাতালে । সেখানেই তাঁর চিকিৎসা চলছে ।

এই ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত রাহিদ খান নামে ওই যুবকের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে খবর । কিন্তু তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে । পরে পুলিশ এবং স্থানীয় মানুষজন ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার বাড়ির আগুন নেভানোর চেষ্টা করে । ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷

আরও পড়ুন:বোর্ড গঠনের আগেই গ্রাম পঞ্চায়েত দফতরে বোমাবাজি, উত্তপ্ত কালিয়াগঞ্জ

জানা গিয়েছে, এবার নতুন বোর্ডের প্রধান হয়েছেন তাঁর স্ত্রী পারুল মন্ডল । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায় । তৃণমূলের তরফ থেকে স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, "আমাদের দলের কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করেছে আরএসপি ।" অন্যদিকে, আরএসপির প্রাক্তন বিধায়ক সুভাষ নস্কর জানান, তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে আরএসপির কোনও যোগ নেই ।

Last Updated : Aug 9, 2023, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details