বাসন্তী, 9 অগস্ট:চায়ের দোকানে বসে চলছিল আলাপ-আলোচনা । আর তখনই হঠাৎ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের উপর চড়াও হয় কয়েকজন ৷ ওই ব্যক্তির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক দুষ্কৃতী ৷ বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার সোনাখালি এলাকায় । এই আক্রমণকারীরা আরএসপি আশ্রিত সমাজবিরোধী বলে দাবি তৃণমূলের । আহত ব্যক্তির নাম সিদাম মন্ডল । তিনি বাসন্তী গ্রাম পঞ্চায়েতের গতবারের বিদায়ী বোর্ডের প্রধান ছিলেন ৷ আশঙ্কাজনক অবস্থায় তৃণমূলের এই নেতাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন বাসন্তীতে বোর্ড গঠন চলছিল । সেখানেই দীর্ঘক্ষণ ছিলেন বাসন্তীর প্রাক্তন পঞ্চায়েত প্রধান সিদাম মন্ডল । সিদাম সেখান থেকে বেশ কিছুক্ষণের জন্য চায়ের দোকানে এসেছিলেন চা খেতে । আর সেখানে কয়েকজন যুবকের সঙ্গে হঠাৎই রাজনৈতিক বিষয় নিয়ে তাঁর তর্ক বিতর্ক শুরু হয় । তার মধ্যে এক যুবক সিদামকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে গলায় । এর ফলে রক্তাত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন চায়ের দোকানের মধ্যেই । স্থানীয় কয়েকজন তাঁকে প্রথমে উদ্ধার করে বাসন্তী হাসপাতালে নিয়ে যায়, সেখানে থেকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক হাসপাতালে । সেখানেই তাঁর চিকিৎসা চলছে ।