বারুইপুর, 24 জুন : অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে 7 টা নাগাদ বারুইপুর থেকে শিয়ালদাগামী স্টাফ স্পেশাল ট্রেনে উঠেছিলেন জনা কুড়ির বেশি মহিলা স্বাস্থ্যকর্মী l বারুইপুর থেকে ট্রেনটি ছাড়ে ৷ কিন্তু মল্লিকপুর স্টেশনে ঢোকার আগেই অবরোধের কারণে ট্রেনটি দাঁড়িয়ে যায় l অভিযোগ, সেই সময় প্রায় জনা পঞ্চাশেক যুবক, কিশোর ট্রেনটির উদ্দেশ্যে ইট পাটকেল ছুড়তে ছুড়তে ট্রেনের কামরায় উঠে-পড়ে l
সেখানে মহিলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তীব্র বাদানুবাদ, এমনকি ওড়না ধরে টানা হেঁচড়া চলতে থাকে l পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, হামলাকরীদের হাত থেকে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে বাধ্য হন তাঁরা ৷ ঘটনার জেরে জখম হন কয়েকজন মহিলা স্বাস্থ্যকর্মী l তাঁরা কোনওরকমে বারুইপুর স্টেশনের জিআরপি থানায় গিয়ে অভিযোগ জানান l পরে তাঁরা ট্রেনের কামরায় মহিলা যাত্রীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান l খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মল্লিকপুর এলাকার জেলাপরিষদের সদস্য তথা দক্ষিণ চব্বিশ পরগনার উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র l তিনি মহিলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার বার্তা দেন l