পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ATM প্রতারণা, উধাও আশি হাজার টাকা - SBI Canning Branch

ক্যানিং-এর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হান্নান লস্করের অ্যাকাউন্ট থেকে চার দফায় মোট আশি হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে, অভিযোগ ৷

ATM প্রতারণার শিকার ব্যক্তি

By

Published : Aug 30, 2019, 1:15 PM IST

ক্যানিং, অগাস্ট 30 : ATM প্রতারণার শিকার হলেন বেসরকারি সংস্থার এক কর্মী ৷ হান্নান লস্কর নামে ব্যক্তি ক্যানিং এর বাহিরবেনা গ্রামের বাসিন্দা ৷ ক্যানিং-এর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক ৷ তাঁর অ্যাকাউন্ট থেকে চার দফায় মোট আশি হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ ৷

শুনে নিন হান্নান লস্করের বক্তব্য

ব্যাঙ্কে গিয়ে পাস বই আপডেট করার পর তিনি জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে সম্প্রতি চার দফায় মোট আশি হাজার টাকা তুলে নেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক থেকে কোনও SMS-ও তিনি পাননি ৷ এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক, ক্যানিং থানা ও বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি । কোনওভাবেই অ্যাকাউন্টে টাকা ফেরৎ পাননি হান্নান লস্কর নামে ওই ব্যক্তি ।

ABOUT THE AUTHOR

...view details