অশোকনগর, 28 অক্টোবর:ভাইফোঁটা (Bhai Phonta) এলেই আজও মুখভার হয়ে ওঠে অশোকনগরের কচুয়া মোড় এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাসের। প্রায় 26 বছর আগে এই দিনেই, বোনের কথা রাখতে দাদা জয়দেব মুখে নিয়েছিলেন একটি জলপাইয়ের বীজ। 10 বছর আগে সেই বোন মারা গিয়েছেন। কিন্তু বোনের স্মৃতি এখনও ধরে রাখতে দাদা আজও মুখের মধ্যে রেখে দিয়েছেন ওই জলপাইয়ের বীজ (Olive Seed)।
বিদ্যুৎ বন্টন সংস্থার প্রাক্তন কর্মী বছর একাত্তরের জয়দেব বিশ্বাস। নিজের বোন না-থাকায়, ভাইফোঁটার দিন প্রতিবেশী তরুণী অগ্নিবীণা দেবী জয়দেব বাবুকে প্রতিবছর ফোঁটা দিতেন। সম্পর্ক যেন ছিল আপন ভাই বোনের মতোই। জয়দেববাবুও তাঁকে নিজের বোনের মতোই স্নেহ করতেন।
তিনি জানান, 1996 সালে ভাইফোঁটার দিনে খাওয়া দাওয়ায় শেষ পাতে ছিল চাটনি। তিনি যখন হাত চেটেপুটে খাচ্ছেন, তখন তাঁর বোন বলেন, 'আমার হাতের জলপাইয়ের চাটনি যখন এতই পছন্দের, এই জলপাইয়ের বীজটি তিনি কতদিন মুখে রেখে দিতে পারবেন'? বোনের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, 'যতদিন তুই ফেলতে না বলবি'। তারপর থেকেই, একদিন দু'দিন করে কেটেছে অনেক বছর ৷ কেটেছে বেশ কয়েকটা ভাইফোঁটা। বোনকে দেওয়া কথা রাখতে তিনি মুখ থেকে ফেলেননি জলপাইয়ের বীজ। মুখে বীজ নিয়েই তিনি সারেন খাওয়া দাওয়া, ঘুমোনো সমস্ত কিছু। বোন না থাকলেও, বোনের স্মৃতি আজ এভাবেই আগলে রেখেছেন জয়দেব (Joydeb Biswas Keeps Olive Seed in Mouth for 26 Years)।
বোনের স্মৃতি এখনও ধরে রাখতে দাদা আজও মুখের মধ্যে রেখে দিয়েছেন ওই জলপাইয়ের আঁটি আরও পড়ুন:ম্যানগ্রোভ রক্ষায় অঙ্গীকার, পড়ুয়াদের নিয়ে সুন্দরবনে গাছফোঁটা দিলেন শিক্ষিকারা
তিনি বলেন, "বোন মাঝে মাঝেই কাছে এসে দেখতে চাইতেন মুখে বীজটি আছে কি না। কথা রাখতে গিয়ে প্রথম দিকে কিছুটা অস্বস্তি বোধ হয়। বীজ মুখে রাখার ফলে কেটে যেত মুখের ভিতরের অংশ। তবে ধীরে ধীরে অভ্যাস হয়ে গিয়েছে।" 2012 সালের 24 শে জানুয়ারি বোন অগ্নিবীণা আত্মহত্যা করেন। বোনের স্মৃতি ধরে রাখতে আজও মুখে রেখে দিয়েছেন জলপাইয়ের আঁটি। জয়দেববাবু আরও জানান, বোনের এই স্মৃতি নিয়েই বাঁচতে চাই বাকি জীবনটা।