ভাঙড়, 5 জুলাই : লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত । এবার ভাঙড় । গতকাল প্রায় 800 তৃণমূলকর্মী BJP-তে যোগদান করেন । এদের মধ্যে একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ । সংখ্যালঘু ভোটারদের সদস্য করতে গতকাল ভাঙড়ের পোলেরহাটে সভা করে BJP-র ভাঙড় 3 নম্বর মণ্ডল । সেখানে ভোগালি 2-এর প্রাক্তন তৃণমূল উপপ্রধান সুশীল মণ্ডল, তৃণমূল নেতা শেখ সাহারুল, প্রবীর ঘোষ, মধুমিতা সাধুখাঁ সহ প্রায় 800 জন তৃণমূলকর্মী-সমর্থক BJP-তে যোগদান করে । রাজনৈতিক মহলের একাংশের মতে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম, নান্নু হোসেনের এলাকায় তৃণমূল কর্মীদের এভাবে BJP-তে যোগ শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে ।
গতকালের সভায় ভাঙড়ের স্থানীয় নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন BJP-র দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি সুনীপ দাস, জেলা সভানেত্রী অমৃতা বন্ধ্যোপাধ্যায় সহ অন্যরা । এইবিষয়ে, জেলা সভাপতি সুনীপ দাস বলেন, "তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সহ প্রায় 800 জন BJP-তে যোগ দিয়েছেন । কাতারে কাতারে মানুষ এসে BJP-তে যোগ দিচ্ছে । এবার প্রচুর সংখ্যালঘু মানুষ যোগ দিয়েছেন ।"