পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙড়ে ভাঙন তৃণমূলের, BJP-তে যোগ আরাবুল অনুগামীদের - congress

গতকাল ভোগালি 2-এর প্রাক্তন তৃণমূল উপপ্রধান সুশীল মণ্ডল, তৃণমূল নেতা শেখ সাহারুল, প্রবীর ঘোষ, মধুমিতা সাধুখাঁ সহ প্রায় 800 জন তৃণমূলকর্মী-সমর্থক BJP-তে যোগদান করে । ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম, নান্নু হোসেনের এলাকায় তৃণমূল কর্মীদের এভাবে BJP-তে যোগ শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে ।

ফাইল ফোটো

By

Published : Jul 5, 2019, 5:25 AM IST

Updated : Jul 5, 2019, 7:41 AM IST

ভাঙড়, 5 জুলাই : লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত । এবার ভাঙড় । গতকাল প্রায় 800 তৃণমূলকর্মী BJP-তে যোগদান করেন । এদের মধ্যে একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ । সংখ্যালঘু ভোটারদের সদস্য করতে গতকাল ভাঙড়ের পোলেরহাটে সভা করে BJP-র ভাঙড় 3 নম্বর মণ্ডল । সেখানে ভোগালি 2-এর প্রাক্তন তৃণমূল উপপ্রধান সুশীল মণ্ডল, তৃণমূল নেতা শেখ সাহারুল, প্রবীর ঘোষ, মধুমিতা সাধুখাঁ সহ প্রায় 800 জন তৃণমূলকর্মী-সমর্থক BJP-তে যোগদান করে । রাজনৈতিক মহলের একাংশের মতে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম, নান্নু হোসেনের এলাকায় তৃণমূল কর্মীদের এভাবে BJP-তে যোগ শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে ।

গতকালের সভায় ভাঙড়ের স্থানীয় নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন BJP-র দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি সুনীপ দাস, জেলা সভানেত্রী অমৃতা বন্ধ্যোপাধ্যায় সহ অন্যরা । এইবিষয়ে, জেলা সভাপতি সুনীপ দাস বলেন, "তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সহ প্রায় 800 জন BJP-তে যোগ দিয়েছেন । কাতারে কাতারে মানুষ এসে BJP-তে যোগ দিচ্ছে । এবার প্রচুর সংখ্যালঘু মানুষ যোগ দিয়েছেন ।"

ভিডিয়োয় শুনুন BJP নেতা সুনীপ দাসের বক্তব্য

BJP নেত্রী অমৃতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে আগাগোড়া তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন । তিনি বলেন, "তৃণমূল দলটা এখন 'তৃণ কাট, মানি মূল' দলে পরিণত হয়েছে । আর মুখ্যমন্ত্রী চিফ কাটমানি মিনিষ্টার হয়েছেন । যেভাবে তৃণমূলে ভাঙন ধরছে তাতে কয়েকদিন পর দিদি পাগল হয়ে যাবেন । আমরা পয়সা খরচ করে ওঁর চিকিৎসা করাবো ।" ভাঙড়ের 277 টি বুথের প্রতিটি বাড়িতে গিয়ে সদস্য সংগ্রহ অভিযান করার নির্দেশ দেওয়া হয়েছে গতকালের সভায় ।

অন্যদিকে, তৃণমূল কর্মীদের BJP যোগদান নিয়ে আরাবুল বলেন, "কয়েকজন সুবিধাভোগী স্বার্থপর মানুষ আছে । যারা একবার এই ডাল একবার ওই ডাল ধরে । যারা এখানে সুবিধা করতে পারেনি তাঁরাই এখন BJP-তে যাবে । "

Last Updated : Jul 5, 2019, 7:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details